Home> খেলা
Advertisement

IPL 2020: ঝড় আসছে ... আবু ধাবিতে কেকেআরের বিরুদ্ধেই সম্ভবত মাঠে নামবেন ক্রিস গেইল!

বৃহস্পতিবার হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে খেলার কথা থাকলেও পেটের সমস্যার জন্য গেইল খেলতে পারেননি। 

IPL 2020: ঝড় আসছে ... আবু ধাবিতে কেকেআরের বিরুদ্ধেই সম্ভবত মাঠে নামবেন ক্রিস গেইল!

নিজস্ব প্রতিবেদন:  ২০২০ সালের আইপিএলে ছটা ম্যাচ খেলা হয়ে গেলেও গেইলকে মাঠে নামায় নি কিংস ইলেভেন পঞ্জাব। ক্যারিবিয়ান দৈত্য কি না এখনও আইপিএলে ব্রাত্য! আর তাই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ক্রিস গেইলের খেলা প্রায় নিশ্চিত ছিল। কিন্তু অসুস্থ থাকায় শেষ মুহূর্তে ছিটকে যান ইউনিভার্স বস! তবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়েই এবারের আইপিএলে অভিযান শুরু করতে পারেন ক্রিস গেইল।


বৃহস্পতিবার হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে খেলার কথা থাকলেও পেটের সমস্যার জন্য গেইল খেলতে পারেননি।  কিংস ইলেভেন পঞ্জাবের হেড কোচ অনিল কুম্বলে তা জানান। সঙ্গে কুম্বলে জানান, সুস্থ হলেই ম্যাচে ফিরবেন গেইল। সে ক্ষেত্রে সম্ভবত কেকেআর ম্যাচ দিয়েই কিংস ইলেভেন পাঞ্জাবের জার্সিতে আইপিএল ২০২০-তে প্রথম ম্যাচ খেলতে নামবেন তিনি।


এবারের আইপিএলের ৬ ম্যাচ খেলা হলেও মাত্র একটিতে জয় পেয়েছে কিংস ইলেভেন পঞ্জাব। পাঁচটি ম্যাচ হেরে মাত্র দু পয়েন্ট নিয়ে লিগ টেবিলের লাস্ট বয় কেএল রাহুলের দল। নাইটদের কপালে চিন্তার ভাঁজ ফেলতে ব্যাট হাতে আসছেন ক্রিস গেইল। আমিরশাহি আইপিএলে ইউনিভার্স বসের ব্যাটে মরু ঝড়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।


আরও পড়ুন - সচিনের ব্যাটিংয়ের অনুপ্রেরণা ছিলেন কোন দুই কিংবদন্তি, জানালেন মাস্টার ব্লাস্টার নিজেই

Read More