Home> খেলা
Advertisement

IPL 2020: আজ নামছে নাইটরা, সামনে মুম্বই; KKR-এর রঙে রঙিন বুর্জ খলিফা

আর শাহরুখ শিবিরকে চাঙ্গা করতে কেকেআরের রঙে রঙিন হয়ে উঠল সংযুক্ত আরব আমিরশাহির গর্ব

IPL 2020: আজ নামছে নাইটরা, সামনে মুম্বই; KKR-এর রঙে রঙিন বুর্জ খলিফা

নিজস্ব প্রতিবেদন: আজ লিগে অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। আবু ধাবিতে প্রথম ম্যাচেই নাইটদের সামনে মুম্বই ইন্ডিয়ানস। আইপিএল অভিযান শুরুর আগের রাতে কেকেআরের মায়াবি রঙে রঙিন বুর্জ খালিফা।

 

আজ সন্ধ্য়ায় আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়াম মুম্বই ইন্ডিয়ানসের মুখোমুখি কেকেআর। চনমনে মেজাজেই রয়েছেন কার্তিক নারিনরা। আর শাহরুখ শিবিরকে চাঙ্গা করতে কেকেআরের রঙে রঙিন হয়ে উঠল সংযুক্ত আরব আমিরশাহির গর্ব তথা বিশ্বের উচ্চতম বহুতল বুর্জ খলিফা। LED ডিসপ্লেতে বেগুনি-সোনালী রঙে নাইট তারকাদের ছবি ফুটিয়ে তুলেছে।
 

 

বুর্জ খলিফার সেই মায়াবি রঙিন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স। মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে নামার আগে আমিরশাহিও যেন শুভেচ্ছা জানাচ্ছে কিং খানের দলকে।


আরও পড়ুন - IPL 2020: মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কী হতে পারে KKR-এর প্রথম এগারো, জেনে নিন  

Read More