নিজস্ব প্রতিবেদন: আইপিএলে আজ দুবাইয়ে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস। একদিকে দিল্লির সামনে লিগ টেবিলের শীর্ষে ওঠার হাতছানি, অন্যদিকে রাজস্থানের কাছে প্লে-অফের আশা জিইয়ে রাখার লড়াই। মুম্বইয়ের কাছে হারের ধাক্কা কাটিয়ে জয়ের খোঁজে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে হায়দরাবাদের বিরুদ্ধে শেষ মুহূর্তে নাটকীয় জয় দিল্লির বিরুদ্ধে মোটিভেশন যোগাচ্ছে রয়্যালস শিবিরকে।
A look at the Points Table after Match 29 of #Dream11IPL pic.twitter.com/hq97nt3wB9
— IndianPremierLeague (@IPL) October 13, 2020
সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুই নম্বরে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সাত নম্বরে রাজস্থান রয়্যালস। আজ রাজস্থানকে হারাতে পারলেই লিগের মগডালে ওঠার সুযোগ রয়েছে শ্রেয়স আইয়ারদের সামনে। হ্যামস্ট্রিংয়ের চোটে এক সপ্তাহ মাঠের বাইরে ঋষভ পন্থ। তাঁকে ছাড়াই রাজস্থানের বিরুদ্ধে অংক কষতে হচ্ছে দিল্লিকে। দিল্লির কাছে স্বস্তির বিষয় ওপেনিংয়ে রানে ফিরেছেন শিখর ধাওয়ান। পাশাপাশি পৃথ্বি শ,অধিনায়ক শ্রেয়স আইয়ার, অলরাউন্ডার মার্কোস স্টোইনিসের ব্যাটে ভর করে রাজস্থানের বিরুদ্ধে বড় রান তুলতে মরিয়া দিল্লি। বল হাতে কাগিসো রাবাডা, এনরিখ নর্টজে, রবিচন্দ্রন অশ্বিন বড় ভরসা।
#DelhiCapital will target winning return while #RajasthanRoyals will seek their second win on the bounce in Match 30 of #Dream11IPL
— IndianPremierLeague (@IPL) October 14, 2020
Preview by @ameyatilak https://t.co/sbMdDSYz9W pic.twitter.com/3RqFIFFJH6
অন্যদিকে দিল্লিকে হারিয়ে আইপিএলে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া রাজস্থান। জস বাটলার, সঞ্জু স্যামসন, স্টিভ স্মিথরা বড় রান করতে পারলেই কিস্তিমাত। সেইসঙ্গে বেন স্টোকস জ্বলে উঠলে দিল্লির কিন্তু দুঃখ বাড়তে পারে। শেষ দিকে ব্যাট হাতে রাহুল তেওয়াটিয়া আছেন। জোফ্রা আর্চার বল হাতে স্মিথকে ভরসা দিতে পারেন। চলতি আইপিএলে প্রথম ম্যাচে দিল্লির কাছে হেরেছিল রাজস্থান। তাই ফিরতি লেগে বদলার ম্যাচ রয়্যালসদের কাছে।
আরও পড়ুন- IPL 2020: ধোনির চোখরাঙানি! ওয়াইড বল দিতে গিয়েও দিলেন না আম্পায়ার, দেখুন ভিডিয়ো