নিজস্ব প্রতিবেদন: আমিরশাহি আইপিএলে উইক এন্ড ডাবল হেডারের পর সোমবার সিঙ্গল হেডার। আজ দুবাইয়ে মুখোমুখি দিল্লি ক্যাপিট্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। পয়েন্ট টেবিলে দুই বনাম তিনের লড়াই। রাজস্থানকে হারিয়ে ছন্দে বিরাটের ব্যাঙ্গালোর। অন্যদিকে আগের ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে জয়ে ফিরেছে দিল্লি ক্যাপিটলসও। সোমবার তাই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া দুই দলই।
In quest of their fourth win of #Dream11IPL 2020, #RCB will square off against #DelhiCapitals at the Dubai International Cricket Stadium in Match 19.
— IndianPremierLeague (@IPL) October 5, 2020
Preview by @ameyatilak https://t.co/t2HEhvSB2q #RCBvDC pic.twitter.com/APCk0cwZt1
সোমবার দুবাইয়ে লড়াই শ্রেয়স আইয়ার ও বিরাট কোহলির। অফ ফর্মে থাকা কিং কোহলি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বড় রান পেয়েছেন। রানের মধ্যে রয়েছেন শ্রেয়স আইয়ার। লড়াই এবি ডিভিলিয়ার্স বনাম কাগিসো রাবাদা ও এনরিখ নর্টজের। বিরাট কোহলির পাশাপাশি ফর্মে রয়েছেন দেবদত্ত পাডিক্কল, অ্যারোন ফিঞ্চ, এবি ডিভিলিয়ার্স। অন্যদিকে পৃথ্বি শ, ঋষভ পন্থরা, মার্কোস স্টোইনিসরা রয়েছেন শ্রেয়স আইয়ারের বড় ভরসা। বল হাতে বিরাটের ভরসা, নভদীপ সাইনি, যুজভেন্দ্র চাহল। অন্যদিকে রাবাডা-নর্টজে জুটি দিল্লির বোলিংয়ে বড় ভরসা। চোট সারিয়ে দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিনও। সব মিলিয়ে ব্যাটে-বলে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে আজ দুবাইয়ে। আইপিএল কিন্তু জমে উঠেছে। লিগ টেবিলে জমে উঠেছে সাপ-লুডোর ওঠানামাও।
আরও পড়ুন - IPL 2020: লিগ শীর্ষে কোন দল ; কমলা টুপি-বেগুনি টুপির মালিক কারা, জেনে নিন