Home> খেলা
Advertisement

IPL 2021: বিরাট-রোহিতকে ছাপিয়ে নতুন মাইলস্টোনের সামনে MS Dhoni

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এবার আইপিএলের মঞ্চে উপার্জনের নিরিখে নতুন মাইলস্টোন গড়তে চলেছেন মাহি।

IPL 2021: বিরাট-রোহিতকে ছাপিয়ে নতুন মাইলস্টোনের সামনে MS Dhoni

নিজস্ব প্রতিবেদন:  আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এবার আইপিএলের মঞ্চে উপার্জনের নিরিখে নতুন মাইলস্টোন গড়তে চলেছেন মাহি। ২০২১ সালের আইপিএলে খেলতে নামলেই  সব আইপিএল মিলিয়ে ধোনির রোজগারের পরিমান ১৫০ কোটি ছাপিয়ে যাবে।

মিলিয়ন ডলার লিগের মিলিয়ন ডলার ম্যান মহেন্দ্র সিং ধোনি! ২০২০ সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংস এবং রাইজিং পুণে সুপার জায়ান্টের হয়ে ১৩টি আইপিএল খেলে মহেন্দ্র সিং ধোনির রোজগার ১৩৭.৮ কোটি টাকা। ২০২১ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলতে নামলে ধোনির উপার্জন গিয়ে দাঁড়াবে ১৫২.৮৪ কোটি টাকার মতো।

আইপিএল থেকে উপার্জনের নিরিখে ধোনির পরেই রয়েছেন মুম্বই ইন্ডিয়ানস অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ২০২১ সালের আইপিএল খেলতে নামার সঙ্গে সঙ্গে রোহিতের উপার্জন হবে ১৪৬.৬ কোটি টাকা।

আরও পড়ুন- Ind vs Eng: ভারতের মাটিতে রুটদের একটিও টেস্ট জয়ের সম্ভাবনা দেখছেন না Gambhir

২০২০ সাল পর্যন্ত আইপিএল থেকে বিরাট কোহলির (Virat Kohli) উপার্জন ছিল ১২৬ কোটির উপর। এবারের আইপিএল খেলতে নামলেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলির উপার্জন হবে ১৪৩.২ কোটি টাকা।

আরও পড়ুন- দক্ষিণ আফ্রিকা সফর স্থগিত Australia-র, টেস্ট চ্যাম্পিয়নশিপে বিপাকে অজিরা

Read More