Home> খেলা
Advertisement

IPL 2021: আইপিএল খেলার ছাড়পত্র পেয়ে গেলেন শ্রীলঙ্কার Wanindu ও Dushmantha

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হবে আইপিএলের দ্বিতীয় পর্ব। 

IPL 2021: আইপিএল খেলার ছাড়পত্র পেয়ে গেলেন শ্রীলঙ্কার Wanindu ও Dushmantha

নিজস্ব প্রতিবেদন: ওয়ানিন্দু হাসারঙ্গা (Wanindu Hasaranga) ও দুষ্মন্ত চামিরা (Dushmantha Chameera) পেয়ে গেলেন 'নো-অবজেকশন সার্টিফিকেট'। অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে (Royal Challengers Bangalore) আইপিএল খেলায় আর কোনও বাধা থাকল না তাঁদের। রবিবার দুপুরেই শ্রীলঙ্কা ক্রিকেট তাঁদের আইপিএল খেলার ছাড়পত্র দিয়ে দিল।

বিশ্বের দুই নম্বর টি-২০ বোলার হাসারঙ্গা বিরাট কোহলির দলে এসেছেন অজি স্পিনার অ্যাডাম জাম্পার বদলে। দুষ্মন্ত চামিরার এসেছেন ড্যানিয়েল স্যামসের জায়গায়। শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির সুপারিশ নিয়েই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাদের দুই ক্রিকেটারকে আইপিএল খেলার ছাড়পত্র দিল। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হবে আইপিএলের দ্বিতীয় পর্ব। ফাইনাল ১৫ অক্টোবর। 

আইপিএলের প্রথম ভাগে কোহলিরা দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়েছেন। লিগ তালিকায় তিনে থেমেছিল আরসিবি। ১০ ম্যাচের মধ্যে ৭ ম্যাচ জিতেছিল আরসিবি। দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের পরেই ছিল কোহলিদের দল। ২০১৬ র পর এই প্রথম বিরাটরা প্লে-অফে উঠেছেন। দ্বীপরাষ্ট্রের দুই ক্রিকেটারের দিকে থাকবে চোখ।

 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

Read More