Home> খেলা
Advertisement

Andre Russell: একেই বলে 'রাসেল মাসল'! ছয় মেরে চেয়ারে গর্ত করে দিলেন নাইট যোদ্ধা-Watch

আগুনে ফর্মে নেটে ব্যাট করছেন আন্দ্রে রাসেল (Andre Russell)।

Andre Russell: একেই বলে 'রাসেল মাসল'! ছয় মেরে চেয়ারে গর্ত করে দিলেন নাইট যোদ্ধা-Watch

নিজস্ব প্রতিবেদন: ব্যাট হাতে পেশি শক্তির আস্ফালনে বিপক্ষের ত্রাস হয়ে ওঠেন তিনি! যে কোনও দিন একা হাতে ম্যাচের রং বদলে দিতে পারেন আন্দ্রে রাসেল (Andre Russell)। বাইশ গজ জানে 'রাসেল মাসল' কী! আগামী শনিবার দিল্লি ক্যাপিটালসের (DC) বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তার আগে নেটে ধ্বংসাত্মক মেজাজে ব্যাট করলেন ক্যারিবিয়ান পাওয়ারহিটার। কলকাতা আট ম্যাচের মধ্যে মাত্র তিন ম্যাচ জিতে লিগ তালিকায় আট নম্বরে। প্লেঅফে যাওয়ার রাস্তা কেকেআরের জন্য মোটেই সহজ নয়।  

 

নেটে রাসেলের মারা ছক্কা এসে পড়ে সাইড লাইনের ধারে রাখা চেয়ারের ওপর। রাসেলের প্রহারে আগুনে গতির বল এসে চেয়ারে গর্ত করে দেয়। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেছে কেকেআর। চলতি আইপিএলে শেষ আট ম্যাচে রাসেল ৪৫.৪০-এর গড়ে করেছেন ২২৭ রান। রাসেলের চমকে দেওয়ার মতো ১৮০.১৬-এর স্ট্রাইকরেট। বিগত ১০ মরশুমে রাসেল আইপিএলে করেছেন ১৯২৭ রান। গড় ৩০.৫৯। স্ট্রাইকরেট ১৭৮.৭৬। ২০১২-১৩ দিল্লিতে খেলে রাসেল ২০১৪ সালে চলে আসেন কলকাতায়। এই কয়েক বছরে দলের বিশ্বস্ত যোদ্ধা হয়ে উঠেছেন এই ভয়ঙ্কর নাইট। 

আরও পড়ুন: KKR: ইডেনে ফ্যানদের সামনে খেলতে মরিয়া শ্রেয়স, বলছেন কেকেআরকে রোখা যাবে না!

আরও পড়ুনNovak Djokovic: জকোভিচ নিশ্চিন্তে উইম্বলডন খেলতে পারবেন, কোনও প্রয়োজন নেই কোভিড টিকার!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Read More