নিজস্ব প্রতিবেদন: আগামিকাল অর্থাৎ রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) মহারণ। আইপিএল ফাইনালে (IPL Final 2022) মুখোমুখি গুজরাত টাইটান্স (Gujarat Titans, GT) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals, RR)। গত শুক্রবার এই মাঠেই আইপিএল কোয়ালিফায়ার টু (Qualifier 2) খেলেছিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Rajasthan Royals)।
এবার মোতেরার পিচ নিয়ে বিদ্রুপ করলেন মাইকেল ভন (Michael Vaughan)। প্রাক্তন ইংরেজ অধিনায়ক অতীত টেনে সমালোচনার সুরে প্রশংসা করলেন পিচের। ভন লেখেন, " আহমেদাবাদের পিচে গতি ও বাউন্স দেখে ভাল লাগছে!! শেষবার পিচ দেখে আমার মনে হয়েছিল বিচ (সমুদ্রেপ পাড়)।"
ভন তাঁর টুইটে ভারত-ইংল্যান্ড গোলাপি টেস্টের প্রসঙ্গ টেনেই খোঁচা দিয়েছেন মোতেরার পিচকে। গতবছর ইংল্যান্ড সফরে এসেছিল ভারত। দিন-রাতের টেস্ট হয়েছিল এই মাঠে। দু'দিনেরও কম সময়ে শেষ হয়ে গিয়েছিল টেস্ট। ইংল্যান্ড দুই ইনিংস মিলিয়ে ১১২ ও ৮১ রান করেছিল। ভারত প্রথম ইনিংসে ১৪৯ রান তুলেছিল। দ্বিতীয় ইনিংসে টেস্ট জেতার জন্য প্রয়োজন ছিল ৪৯ রান। ভারত ১০ উইকেটে ম্যাচ জিতে গিয়েছিল।
আরও পড়ুন: Rashid Khan: আইপিএল ফাইনালে কি দেখা যাবে 'স্নেক শট'? উত্তর জানিয়ে দিলেন আফগান তারকা
আরও পড়ুন: Virat Kohli, IPL 2022: বারবার ‘বিরাট’ ভুল, গর্জে উঠলেন Virender Sehwag, Sanjay Manjrekar