নিজস্ব প্রতিবেদন: বিসিসিআই-এর নিয়মের বেড়াজাল। তাই অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ী দলের একাধিক ক্রিকেটার সম্ভবত এখনই আইপিএল জগতের অংশ হতে পারবেন না। এই তালিকায় রয়েছে যশ ধুলের দলের আট ক্রিকেটার। বোর্ডের নিয়ম অনুসারে যে ক্রিকেটার অন্তত একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন বা লিস্ট এ ম্যাচ খেলেছেন, তাঁদের নাম নিলামের জন্য বিবেচিত হবে। সেই নিয়মের জাঁতাকলে এ বার বিশ্বজয়ী দলের আট ক্রিকেটার।
এই বিষয়ে বোর্ডের প্রশাসক রত্নাকর শেঠী বলেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। একই সময় অনূর্ধ্ব ১৯ এবং লিস্ট এ চলার জন্য যুব বিশ্বকাপ জয়ী দলের একাধিক সদস্য ঘরোয়া ক্রিকেটে অংশ নিতে পারেনি। তবে আমার মতে ওদের ভবিষ্যতের কথা ভেবে বোর্ড কর্তাদের নিয়ম শিথিল করা উচিত। কারণ ওরা একাধিক বাধা-বিপত্তি টপকে বিশ্বকাপ জিতেছে। তাই আত্মবিশ্বাস বজায় রাখা দরকার। ওরা যাতে সুযোগ পায় সেটা আমাদের দেখতে হবে।"
আরও পড়ুন: ICC T20 World Cup 2022: কত মিনিটে বিক্রি হয়ে গেল ভারত-পাক ম্যাচের সব টিকিট? জানতে পড়ুন
আরও পড়ুন: Cristiano Ronaldo-র এমন কোন ১০ রেকর্ড আজীবন অক্ষত থাকবে? ছবিতে দেখুন
খবর অনুযায়ী, অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ী দলের আট সদস্য বোর্ডের এই নিয়মের শর্ত পূরণ করতে পারছেন না। সেই কারণে উইকেটকিপার দীনেশ বানা, শাইক রশিদ, বাংলার জোরে বোলার রবি কুমার, নিশান্ত সিন্ধু, সিদ্ধার্থ যাদব, অঙ্গকৃষ রঘুবংশী. মানব পারেখ এবং গর্ব সঙ্গওয়ান সম্ভবত এ বারের নিলামে অংশ নিতে পারবেন না।
রত্নাকর শেঠী তরুণদের পাশে থাকলেও, এখনও পর্যন্ত এই ইস্যু নিয়ে বিসিসিআই কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। কিন্তু বোর্ডের অভ্যন্তরে অনেকেই মনে করেন যে এই ক্ষেত্রেও নিয়ম হয়তো শিথিল করা হবে। কারণ করোনা অতিমারীর কোপে পড়েছে ঘরোয়া টুর্নামেন্টেও। এ বারের নিলাম হবে চলতি মাসের ১২ এবং ১৩ তারিখ। বেঙ্গালুরুর সেই মেগা নিলামে ৫৯০ জন ক্রিকেটার অংশ নেবেন।