Home> খেলা
Advertisement

IPL 2025 Full Award Winners List: ধনবর্ষণে বেঙ্গালুরু-পঞ্জাব, এক তরুণ তুর্কিরই ৩ ট্রফি! 'সবচেয়ে মূল্যবান' ভারত অধিনায়ক

IPL 2025 Full Award Winners List: আইপিএল শেষ, এবার দেখে নিন পুরস্কারজয়ীদের সম্পূর্ণ তালিকা। কে কত টাকা পাচ্ছেন?  

IPL 2025 Full Award Winners List: ধনবর্ষণে বেঙ্গালুরু-পঞ্জাব, এক তরুণ তুর্কিরই ৩ ট্রফি! 'সবচেয়ে মূল্যবান' ভারত অধিনায়ক

IPL 2025 Final: 'দ্য লাস্ট মাইল'! এভাবেই বিসিসিআই দেখছিল আইপিএল ফাইনালকে (IPL 2025 Final, RCB vs PBKS)। সবরমতীর পাড়ে শেষ মাইল পেরিয়ে মাইলস্টোন তৈরি করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)! অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিগত ১৭ বছরের বসে যাওয়া ভাগ্যের চাকা ঘুরেছে বিরাট কোহলিদের (Virat Kohli)। অবশেষে লাল ঝাণ্ডা উড়েছে। আইপিএল ২০২৫ পেয়েছে নতুন চ্যাম্পিয়নকে। ১৮ বছরে এই প্রথমবার শিরোপা আরসিবি-র (RCB)। ২০০৯, ২০১১, ২০১৬-র পর চতুর্থবার ফাইনাল খেলল এবং অবশেষে জিতল (RCB Wins IPL 2025 Final)। পঞ্জাব কিংসকে (PBKS) তারা ফাইনালে হারিয়েছে ৬ রানে। 

আরও পড়ুন: ১৭ বছর অপেক্ষার পর 'বিরাট' স্বস্তি, অবশেষে আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, আজ আমদাবাদ লাল

আইপিএলের পুরস্কারমূল্য

আইপিএল ২০২৫-এর বিজয়ী (আরসিবি) পাবে ২০ কোটি টাকা।

আইপিএল ২০২৫-এর রানার্স-আপ (পিবিকেএস) পাবে ১২.৫ কোটি টাকা।

দ্বিতীয় কোয়ালিফায়ারে পৌঁছে তৃতীয় স্থানাধিকারী (মুম্বই ইন্ডিয়ান্স) পাবে ৭ কোটি টাকা।

এলিমিনেটরে পৌঁছে চতুর্থ স্থানাধিকারী (গুজরাট টাইটান্স) পাবে ৬.৫ কোটি টাকা।

(২০০৮ সালে প্রথম আইপিএল অনুষ্ঠিত হয়েছিল। আইপিএলের পুরষ্কারের পরিমাণ ব্যাপক ভাবে বেড়েছে। সেবার বিজয়ী রাজস্থান রয়্যালসকে ৪.৮ কোটি টাকা দেওয়া হয়েছিল, রানার্স চেন্নাই সুপার কিংস পেয়েছিল ২.৪ কোটি টাকা।)

পুরস্কারজয়ীদের পুরো তালিকা

আইপিএল ২০২৫ চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

আইপিএল ২০২৫ রানার্স-আপ পঞ্জাব কিংস

প্লেয়ার অফ দ্য ম্যাচ ক্রুনাল পান্ডিয়া (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)

মরসুমের উদীয়মান খেলোয়াড় সাই সুদর্শন (গুজরাত টাইটান্স)

মরসুমের সুপার স্ট্রাইকার বৈভব সূর্যবংশী (রাজস্থান রয়্যালস)

মরসুমের ফ্যান্টাসি কিং সাই সুদর্শন (গুজরাত টাইটান্স)

বেগুনি টুপির মালিক প্রসিদ্ধ কৃষ্ণ (২৫ উইকেট, গুজরাত টাইটান্স )

কমলা টুপির মালিক সাই সুদর্শন (৭৫৯ রান, গুজরাত টাইটান্স)

মরসুমের সুপার সিক্স নিকোলাস পুরান (লখনউ সুপার জায়ান্টস)

অন দ্য গো ফোর অফ দ্য সিজন- সাই সুদর্শন – ৮৮ চার (গুজরাত টাইটান্স)

মরসুমের সর্বাধিক ডট বল মহম্মদ সিরাজ (গুজরাত টাইটান্স)

মরসুমের সেরা ক্যাচ কামিন্ডু মেন্ডিস (সানরাইজার্স হায়দরাবাদ)

ফেয়ারপ্লে অ্যাওয়ার্ড চেন্নাই সুপার কিংস

মরসুমের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় সূর্যকুমার যাদব (মুম্বই ইন্ডিয়ান্স)

পুরস্কারজয়ীদের পকেটে কত:

কমলা টুপির মালিক সাই সুদর্শন পাবেন ১০ লক্ষ টাকা

বেগুনি টুপির মালিক প্রসিদ্ধ কৃষ্ণ পাবেন ১০ লক্ষ টাকা

মরসুমের উদীয়মান খেলোয়াড় সাই সুদর্শন পাবেন ১০ লক্ষ টাকা

মরসুমের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় সূর্যকুমার যাদব পাবেন ১৫ লক্ষ টাকা

মরসুমের সুপার স্ট্রাইকার বৈভব সূর্যবংশী ১০ লক্ষ টাকার সঙ্গেই পাবেন টাটা কার্ভ গাড়ি (টপ মডেলের দাম প্রায় ২০ লক্ষ টাকা)

মরসুমের ফ্যান্টাসি কিং সাই সুদর্শন পাবেন ১০ লক্ষ টাকা

মরসুমের সেরা ক্যাচ নিয়ে কামিন্ডু মেন্ডিস পাবেন ১০ লক্ষ টাকা

সর্বাধিক ডট বল করে মহম্মদ সিরাজ) পাবেন ১০ লক্ষ টাকা

মরসুমের সুপার সিক্স সুপার সিক্স নিকোলাস পুরান পাবেন ১০ লক্ষ টাকা

অন দ্য গো ফোর অফ দ্য সিজন হয়ে সাই সুদর্শন পাবেন  ১০ লক্ষ টাকা

ফেয়ারপ্লে পুরস্কার জিতে চেন্নাই সুপার কিংসের পকেটে ১০ লক্ষ টাকা

পিচ অ্যান্ড গ্রাউন্ড (দিল্লি ক্যাপিটালসের হোম গ্রাউন্ড নয়াদিল্লি)  ৫০ লক্ষ টাকা

ফাইনালের পুরস্কার বিজয়ীদের তালিকা

প্লেয়ার অফ দ্য ম্যাচ (কৃণাল পান্ডিয়া): ৫ লক্ষ টাকা

সুপার স্ট্রাইকার (জিতেশ শর্মা): ১ লক্ষ টাকা

সর্বাধিক ডট বল (কৃণাল পান্ডিয়া): ১ লক্ষ টাকা

সর্বাধিক চার (প্রিয়ংশ আর্য): ১ লক্ষ টাকা

ফ্যান্টাসি কিং (শশাঙ্ক সিং): ১ লক্ষ টাকা

সর্বাধিক ছক্কা (শশাঙ্ক সিং): ১ লক্ষ টাকা

আরও পড়ুন: বাইশ গজে সন্ন্যাসের সুনামি! মহারথীর আচমকাই অবসরে স্তব্ধ বাইশ গজ, যুগের অবসান...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

Read More