Home> খেলা
Advertisement

Isha Negi | Urvashi Rautela | Rishabh Pant: ঋষভকে নিয়ে ট্রোলের বাউন্সার! হুক করে মাঠের বাইরে পাঠালেন গার্লফ্রেন্ড

ঋষভ পন্থের গার্লফ্রেন্ড বুঝিয়ে দিলেন যে, তাঁকে বা ঋষভকে ট্রোল করে কোনও লাভ হবে না। কারণ ঈশা মাঠে আছেন ঋষভের হয়ে ব্যাট ধরার জন্য।

Isha Negi | Urvashi Rautela | Rishabh Pant: ঋষভকে নিয়ে ট্রোলের বাউন্সার! হুক করে মাঠের বাইরে পাঠালেন গার্লফ্রেন্ড

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেরাদুনের ইন্টেরিয়র ডিজাইনার ও উদ্যেগপতি ঈশা নেগির (Isha Negi) সঙ্গেই এখন সম্পর্কে আছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। যদিও সম্প্রতি মডেল-অভিনেত্রী ঊর্বশী রৌতেলার সঙ্গে (Urvashi Rautela) ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটারের সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলা হতে শুরু করেছে। কিন্তু ঋষভের গার্লফ্রেন্ড কোথাও ট্রোলারদের বুঝিয়ে দিলেন যে, তাঁকে বা ঋষভকে ট্রোল করে কোনও লাভ হবে না। বাউন্সার আসলে হুক করেই মাঠের বাইরে পাঠাবেন ঈশা। সম্প্রতি ঋষভের জীবনের বিশেষ মানুষ ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করে ঘোষণা করেন যে, তিনি নতুন ইউটিউব চ্যানেল নিয়ে এসেছেন। আর এই পোস্টেই এক ফ্যান এসে কমেন্ট করেন যে, তিনি ঈশার ইউটিউব চ্যানেলে দেখতে চান ঋষভকে। যার উত্তরে ঈশা লেখেন, 'আমি করে নিচ্ছি। ওকে দলে ফোকাস করতে দিই বরং।'

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Isha Negi (@ishanegi_)

fallbacks

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

আরও পড়ুন: Team India | T20 World Cup 2022: খাবারই জুটল না রোহিতদের! আইসিসি-র চূড়ান্ত অব্যবস্থা, ক্ষোভে ফুঁসছে বিসিসিআই

গত রবিবার মেলবোর্ন দেখেছে টি-২০ বিশ্বকাপের রুদ্ধশ্বাস ভারত-পাকিস্তান ম্য়াচ। আর এই ইন্দো-পাক মহাযুদ্ধেও ফের শিরোনামে এসেছেন ঊর্বশী-ঋষভযদিও এবার ঋষভ যোগে বলিউডের লাস্যময়ী মডেল-নায়িকার কোনও হাত নেই। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে ঋষভের বদলে খেলেছিলেন দীনেশ কার্তিক। ঋষভ ছিলেন ডাগআউটে। খেলার মাঝে ভারতের তরুণ-উইকেটকিপার ব্যাটার এসেছিলেন বাউন্ডারি লাইনের ধারে। দেশের তরুণ পেসার অর্শদীপ সিংয়ের সঙ্গে তিনি কথা বলতে শুরু করে দেন। আর ঋষভক দেখেই গ্য়ালারির একাংশ থেকে ওঠে  'ঊর্বশী...ঊর্বশী...ঊর্বশী' রব। যদিও ঊর্বশীর নাম শুনে বিন্দুমাত্র বিচলিত হননি ঋষভ। তিনি অর্শদীপের সঙ্গে কথা বলা চালাতে থাকেন। যদিও ঊর্বশীর নাম শুনে বিচলিত হননি ঋষভ। উল্টে তিনি ফ্যানদের উদ্দেশ্যে ইশার করে বুঝিয়ে দেন যে, তাঁরা চালাতে থাকুক এই রব। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)   

Read More