নিজস্ব প্রতিবেদন: ইন্ডিয়ান সুপার লিগে এটিকে মোহনবাগানের হয়ে প্রথম গোল করেছিলেন রয় কৃষ্ণা। শুক্রবার সন্ধ্যায় আইএসএলের প্রথম ডার্বিতেও সবুজ-মেরুণের জয়ের নায়ক সেই রয় কৃষ্ণা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটে রয় কৃষ্ণার গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।
games!@RoyKrishna21 makes a on the #KolkataDerby
— Indian Super League (@IndSuperLeague) November 27, 2020
Watch #SCEBATKMB live on @DisneyplusHSVIP - https://t.co/vhWL3N71R1 and @OfficialJioTV.
For live updates https://t.co/sYPrJCL2os#ISLMoments #HeroISL #LetsFootball https://t.co/QmpdqYfuWO pic.twitter.com/yZYmRdKQpB
পিছিয়ে পড়ে গোল শোধের মরিয়া চেষ্টা চালায় এসসি ইস্টবেঙ্গল। কিন্তু উল্টে পরিবর্ত হিসেবে নামা মনবীরের দুরন্ত গোলে ব্যবধান বাড়িয়ে নেয় এটিকে মোহনবাগান। সেয়ানে-সেয়ানে লড়াই হল দ্বিতীয়ার্ধে। কিন্তু হাবাসের কাছে প্রথম সাক্ষাতে হারতে হল রবি ফাউলারকে। ২-০ গোলে ডার্বি জয় এটিকে মোহনবাগানের।
রবি ফাউলারের অচেনা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে শুরুতে একটু রক্ষণাত্মক ফুটবল খেলে হাবাসের এটিকে মোহনবাগান। পিলকিংটন মাঘোমারা বার বার চোরাগোপ্তা দৌড়ে তিরি, সন্দেশ, প্রীতমদের ব্যস্ত রাখলেন। অন্যদিকে উইং দিয়ে প্রবীরের বেশ কয়েকটা আক্রমণ ফক্স, নেভিলদের চিন্তায় রাখল। তবে লাল-হলুদ গোলের নিচে দেবজিতের দুরন্ত সেভ অবশ্য ৩৫ মিনিটে বাঁচিয়ে দেয়। বক্সের মধ্যে জাভি ফার্নান্ডেজের ভলি সেভ করেন। পাল্টা আক্রমণে উঠে এসে এটিকে-মোহনবাগানের রক্ষণে আক্রমণ চালান মাঘোমা-বলবন্তরা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।
Flying high in the #KolkataDerby #SCEBATKMB #HeroISL #LetsFootball pic.twitter.com/et6phQMwbL
— Indian Super League (@IndSuperLeague) November 27, 2020
সমর্থকদের প্রত্যাশা নেই। নেই গ্যালারিতে শব্দব্রহ্ম। আছে কৃত্রিম গ্যালারির আওয়াজ। যা ডার্বির উন্মাদনা জাগিয়ে তুলতে পারল কি! সে প্রসঙ্গ থাক। কোভিড কালের কলকাতা ক্লাসিকো। আইএসএলের প্রথম কলকাতা ডার্বি। ২১ বছর পর গোয়ার মাটিতে মুখোমুখি হল কলকাতার দুই প্রধান। একেবারে নতুন মোড়কে। এমন কলকাতা ডার্বি অবশ্য কেউ আগে দেখেননি। প্রথমবার দর্শকশূন্য গ্যালারিতে হল কলকাতার দুই প্রধানের হাইভোল্টেজ মহাযুদ্ধ।
Forever in our hearts
— Indian Super League (@IndSuperLeague) November 27, 2020
PK Banerjee and Chuni Goswami pic.twitter.com/nPwlZvYRjq
ম্যাচের শুরুতেই প্রয়াত দুই ভারতীয় কিংবদন্তি পিকে ব্যানার্জি এবং চুনী গোস্বামীর স্মরণে এক মিনিটের নীরবতা পালণ করেন দুই দলের ফুটবলাররা।
আরও পড়ুন - AUS vs IND: ৮ মাস পর রেট্রো জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে অস্ট্রেলিয়ার কাছে হারল টিম ইন্ডিয়া