Home> খেলা
Advertisement

ISL 2021-22: ডার্বি যুদ্ধ জয়ের পরেই Mumbai-এর বিরুদ্ধে হোঁচট খেল ATK Mohun Bagan

পাঁচে নেমে এল সবুজ-মেরুন।

ISL 2021-22: ডার্বি যুদ্ধ জয়ের পরেই Mumbai-এর বিরুদ্ধে হোঁচট খেল ATK Mohun Bagan

এটিকে মোহনবাগান –১ (ডেভিড উইলিয়ামস)

মুম্বই সিটি এফসি–১ (প্রীতম আত্মঘাতী)

নিজস্ব প্রতিবেদন: ময়দানের দুই প্রধান একটা ‘কমন সংস্কার’ মেনে চলে! ডার্বি জয়ী দল নাকি তাদের পরেই ম্যাচেই হোঁচট খায়! হার কিংবা এক পয়েন্ট নিয়ে নাকি মাঠছাড়া অবধারিত। চলতি আইএসএল-এ সেটা এটিকে মোহনবাগানের ক্ষেত্রে দুবারই প্রমাণ হয়ে গেল। বৃহস্পতিবার ফতোর্দা স্টেডিয়ামে সেই মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ড্র করে মাঠ ছাড়ল সবুজ-মেরুন। কারণ খেলার ফলাফল ১-১।

গত নভেম্বরে প্রথম ডার্বি জয়ের উল্লাস থেমে গিয়েছিল পরের ম্যাচেই। গত ১ ডিসেম্বর এই মুম্বইয়ের ১-৫ গোলে উড়ে গিয়েছিল আন্তোনিও লোপেজ হাবাসের দল। তবে এ বার হার রক্ষা করা গেল। গত ২৯ জানুয়ারি ৩-১ ব্যবধানে ডার্বি জয়ের পর ফের একবার সামনে ছিল বরাবরের গাঁট মুম্বই। এ বার প্রীতম কোটালের ভুলে জয় হাতছাড়া করলেন জুয়ান ফেরান্দো।

এটিকে মোহনবাগান প্রথমে গোল করেও গোল ধরে রাখতে পারল না। গোলের সুযোগও তৈরি করেছিল সবুজ-মেরুন। তবে সুযোগের সদ্ব্যবহার করতে পারেনি জুয়ান ফেরান্দোর দল। 

খেলার ৯ মিনিটে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। মুম্বই সিটির রক্ষণের ভুলে প্রথম গোল আসে। জাহুর পা থেকে বল কেড়ে নিয়ে উইলিয়ামসকে পাস বাড়ান হুগো বৌমস। উইলিয়ামসের সামনে তখন মোর্তাদা ফল। মোর্তাদা ফলকে বোকা বানিয়ে মুম্বইয়ের জালে বল জড়ান অজি স্ট্রাইকার উইলিয়ামস। 

আরও পড়ুন: Beijing Winter Olympics 2022: কোন বিশেষ কারণে বেজিং অলিম্পিকের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান বয়কট করল ভারত?

আরও পড়ুন: INDvsWI: কোভিড আতঙ্কের মধ্যেই মাঠে নেমে পড়ল Rohit-এর Team India

fallbacks

কিন্তু ৯ মিনিটে এগিয়ে গেলেও সেই গোল বেশিক্ষণ ধরে রাখা গেল না। এই একটা সমস্যাই এ বারের ভোগাচ্ছে এটিকে মোহনবাগানকে। গোল পেয়ে যাওয়ার পরে মুম্বইয়ের উপর চাপ বাড়িয়েছিল। কিন্তু সেই চাপ হঠাৎই আলগা হয়ে যায়। সেই সুযোগে বিপিনের সেন্টার প্রীতম কোটালের মাথায় লেগে গোল হয়ে যায়। ম্যাচে ফিরে আসে মুম্বই সিটি। খেলার বয়স তখন ২৪ মিনিট। 

দ্বিতীয়ার্ধে ফেরান্দো তুলে নেন গোলদাতা উইলিয়ামসকে। তাঁর পরিবর্তে মাঠে নামান জনি কাউকোকে। ফেরান্দো কেন যে উইলিয়ামসকে তুলে নিলেন, তা নিয়ে অনেকেই সমালোচনা করতে পারেন। উইলিয়ামস থাকলে মানসিক দিক থেকে মুম্বই চাপে থাকতেই পারত। ডার্বিতে খেলেননি রয় কৃষ্ণা। মুম্বইয়ের বিরুদ্ধেও তিনি নামেননি। এমনকি ডার্বি যুদ্ধে কিয়ান নাসিরিকেও এ দিন শুরু থেকে নামাননি স্প্যানিশ কোচ।

ফিজির তারকা স্ট্রাইকার মাঠে না থাকলেও দলের আক্রমণ যে নেতিয়ে যায় সেটা এ দিন বেশ বোঝা গেল। গত ম্যাচে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কিয়ান ‘সুপার সাব’ হিসেবে নেমে খেলা বদলে দিয়েছিলেন। তবে এ দিন তাঁর পক্ষে কিছুই করার ছিল না। কারণ ৮৩ মিনিটে ফেরান্দো নামান ডার্বির নায়ককে। আর এই ম্যাচ হারতেই পাঁচে নেমে এল সবুজ-মেরুন।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

Read More