Home> খেলা
Advertisement

ISSF World Cup: ১০ মিটার এয়ার পিস্তলে সোনা ভারতের ছেলে ও মেয়েদের

২৩ বছর বয়সী ইয়াশ্বিনী সিং দেসোয়াল ব্যক্তিগত ইভেন্টেও সোনা জেতেন। মনু ভাকার জিতে নেন রুপো। 

ISSF World Cup: ১০ মিটার এয়ার পিস্তলে সোনা ভারতের ছেলে ও মেয়েদের

নিজস্ব প্রতিবেদন - ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশনের বিশ্বকাপে জয়জয়কার ভারতের। ১০ মিটার এয়ার পিস্তলে পুরুষ ও নারী দুই বিভাগেই সোনার পদক জিতল ভারত।

রবিবার প্রথমে মহিলাদের ইভেন্টে ইয়াশ্বিনী সিং দেসোয়াল, মনু ভাকার ও শ্রী নিভেতা ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জেতেন। এরপর এশিয়ান গেমসের গোল্ড মেডেলিস্ট সৌরভ চৌধুরি, অভিষেক বর্মা ও শাজার রিজভি ভিয়েতনামের দলকে ফাইনালে ১৭-১১ ব্যবধানে হারিয়ে সোনার পদক নিজেদের দখলে নিয়ে নেন।

ভারতের মেয়েরা ফাইনালে ১৬ পয়েন্ট পায়। বিপক্ষে পোল্যান্ডের জুলিতা বোরেক, জোয়ানা ইয়োনা ওয়ারনস্কা মাত্র ৮ পয়েন্টই পান। ১৬-৮ ব্যবধানে পোল্যান্ডকে হারিয়ে সোনার পদক নিশ্চিত করেন ভারতের মেয়েরা।

আরও পড়ুন - অলিম্পিকে মিক্সড ডাবলসের টিকিট নিশ্চিত করলেন কমল-মণিকা

অপরদিকে ছেলেদের ফাইনালে ভিয়েতনামের হয়ে খেলতে নামেন ডিন থান গুয়েন, কুয়ক কুয়ং ট্রান এবং জুয়ান ছুঁয়েন ফান। কোয়ালিফিকেশন রাউন্ডের দ্বিতীয় পর্যায়ে ভারতের ছেলেরা ৫৭৯ পয়েন্ট পায় এবং অপরদিকে ভিয়েতনাম ৫৬৫ পয়েন্ট পায়।

শনিবার দিনই ২৩ বছর বয়সী ইয়াশ্বিনী সিং দেসোয়াল ব্যক্তিগত ইভেন্টেও সোনা জেতেন। মনু ভাকার জিতে নেন রুপো। ছেলেদের ব্যক্তিগত ইভেন্টে সৌরভ চৌধুরি রুপো ও অভিষেক বর্মা ব্রোঞ্জ জেতেন।  

Read More