নিজস্ব প্রতিবেদন : ০-২ এ সিরিজে এগিয়ে থেকেও পর পর তিন ম্যাচ হেরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে একদিনের সিরিজে হেরেছে টিম ইন্ডিয়া। পরীক্ষা নিরীক্ষা করতে গিয়েই কি এই সিরিজ হার? বদলটা কোনও অজুহাত নয় বলছেন বিরাট কোহলি। ক্যাপ্টেন কোহলির মতে, বিশ্বকাপের আগে হয়তো এই হার আমাদের উপকারই করবে।
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হারলেও কিন্তু বিশ্বকাপ নিয়ে আত্মবিশ্বাসী বিরাট কোহলি। তিনি বলেন, " বিশ্বকাপের চেয়ে বড় কিছু হতে পারে না। বিশ্বকাপ অন্য মঞ্চ। সেখানে এমনিতেই আত্মবিশ্বাস বেড়ে যাবে। আই এই সিরিজে হারের কোনও প্রভাব বিশ্বকাপে পড়বে না। কারণ এই নিয়ে সাজঘরে কোনও আতঙ্ক বা আশঙ্কা ছড়ায়নি।"
"None of the guys in the change room are panicking, the support staff is not feeling down after this defeat" – Virat Kohli downplays India's ODI series defeat to Australia ahead of #CWC19. #INDvAUS
— ICC (@ICC) March 14, 2019
https://t.co/HYcsNX40Lr pic.twitter.com/kWM5N7AGik
সেই সঙ্গে তিনি বলেন, " বিশ্বকাপের আগে এই হার আমাদের অনেক কিছু ভুল দেখিয়ে দিল। আর সেগুলো শুধরে নেওয়ার সময়ও পেয়ে যাব। সিরিজ হারলেও ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলেছে দল।"
আরও পড়ুন - বিশ্বকাপের জন্য দল তৈরি, একটা জায়গা বাছাই বাকি আছে, বললেন বিরাট