Home> খেলা
Advertisement

১১ বছর পর শ্রীনির 'সাধের সিংহাসনে' বসতে চলেছেন জগমোহন ডালমিয়া

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড সভাপতি হচ্ছেন জগমোহন ডালমিয়া সূত্রের খবর। আগামিকাল আনুষ্ঠানিকভাবে বার্ষিকসভায় নাম ঘোষণা করা হবে।

১১ বছর পর শ্রীনির 'সাধের সিংহাসনে' বসতে চলেছেন জগমোহন ডালমিয়া

ওয়েব ডেস্ক: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড সভাপতি হচ্ছেন জগমোহন ডালমিয়া সূত্রের খবর। আগামিকাল আনুষ্ঠানিকভাবে বার্ষিকসভায় নাম ঘোষণা করা হবে।

শ্রীনি স্বয়ং অনুরোধ জানান, পূর্বাঞ্চলের প্রায় সব রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে ডালমিয়াকে সর্বসম্মতিক্রমে সমর্থনের জন্য। তবে প্রশ্ন ছিল, শ্রীনির পচ্ছন্দের ডালমিয়ার সর্বসম্মতিক্রমে বোর্ডের সভাপতি হতে পারবেন! কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে ডালমিয়াই পুণরায় বোর্ডের মসনদে বসতে চলেছেন।

বোর্ডের পরবর্তী সভাপতি হওয়ার জন্য শনিবারই এন শ্রীনিবাসন গোষ্ঠীর পক্ষ থেকে ডালমিয়ার নাম প্রস্তাব করা হয়েছিল। তবে তখনও ডালমিয়ার সভাপতি হওয়া নিয়ে প্রশ্নচিহ্ন ছিল। শরদ পাওয়ারদের পক্ষ থেকে বিকল্প কোনও নাম উঠে আসে কিনা নজর ছিল সেদিকেই। তবে আজ দুপুর তিনটে পর্যন্ত পাওয়ার শিবিরের পক্ষ থেকে কোনও নাম জমা পারেনি। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ডের পরবর্তী সভাপতি হচ্ছেন অভিজ্ঞ প্রশাসক ডালমিয়া।

Read More