নিজস্ব প্রতিবেদন: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে সুযোগ পাননি। দ্বিতীয় টেস্টে সুযোগ পেতেই উপমহাদেশের উইকেটেও আগুন ঝরালেন ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন। যত বয়স বাড়ছে তত যেন বোলিংয়ে ক্ষুরধার হচ্ছেন ব্রিটিশ পেসার। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৬ উইকেট নিলেন ৩৮ বছর বয়সী পেসার। আর ৬ উইকেট নিতেই কিংবদন্তি অজি পেসার গ্লেন ম্যাকগ্রার রেকর্ড ভেঙে দিলেন তিনি।
30th five-wicket haul for James Anderson in Tests
— ICC (@ICC) January 23, 2021
He now haswickets in the format
He gets Niroshan Dickwella for 92!#SLvENG pic.twitter.com/IpXvZ8nh9J
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৯ ওবার বল করে ৪০ রান দিয়ে তুলে নেন ৬টি উইকেট। এই নিয়ে টেস্ট কেরিয়ারে এক ইনিংসে পাঁচটি বা তার বেশি উইকেট নিলেন টেস্টে ৬০০ উইকেটের মালিক। এর আগে টেস্টে এক ইনিংসে ৫টি বা তার বেশি উইকেট নেওয়ার তালিকায় যুগ্মভাবে এতদিন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রার সঙ্গে ছিলেন জেমস অ্যান্ডারসন। এবার ম্য়াকগ্রাকে টপকে নিজের নামে রেকর্ডটি করে নিলেন অ্যান্ডারসন।
আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সিরিজ জয়ের পুরস্কার, বিলাসবহুল গাড়ি পেলেন Siraj-Sundar রা
বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই নজির গড়়লেন James Anderson। পাশাপাশি উপমহাদেশের মাটিতে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে এক ইনিংসে পাঁচটি বা তার বেশি উইকেট নিলেন অ্যান্ডারসন। এর আগে ৩৭ বছর বয়সে নিউ জিল্যান্ডের Richard Hadlee এই নজির গড়েন। এবার হ্যাডলিকেও টপকে গেলেন James Anderson।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেই এবার ভারত সফরে আসবে ইংল্যান্ড। আসন্ন ভারত সফরে চার টেস্টের সিরিজ খেলবেন অ্যান্ডারসনরা।
আরও পড়ুন- রাহানের কথাতেই চোট নিয়ে ব্রিসবেনে বল করেছিলেন Navdeep Saini