নিজস্ব প্রতিবেদন: নিউ ইয়ারের ছুটি কাটাতে গিয়ে বাড়িতে পড়ে বিপদ বাড়ালেন অজি পেসার জেমস প্যাটিনসন (James Pattinson)। পাঁজরে চোট পাওয়ায় সিডনিতে ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন তিনি। যদিও তাঁর পরিবর্তে কাউকে নেওয়া হচ্ছে না, জানিয়ে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের তরফে।
Men's Squad Update: Fast Bowler James Pattinson has been ruled out of our Australian squad for the third #AUSvIND Vodafone Test with bruised ribs.
— Cricket Australia (@CricketAus) January 3, 2021
He will not be replaced in the squad and will be assessed further ahead of the Brisbane Test match. pic.twitter.com/YAauH5zDHj
ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australi) তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, বাড়িতে পড়ে গিয়ে পাঁজরে চোট পেয়েছেন জেমস প্যাটিনসন (James Pattinson)। তাই তিনি সিডনি (Sydney) টেস্টের দলে থাকছেন না। তাঁর পরিবর্তে কাউকে দলে নেওয়া হচ্ছে না।
আরও পড়ুন- গাব্বায় চতুর্থ টেস্ট খেলবে না Team India? জল্পনা ওড়ালেন Hockley
৩০ বছর বয়সী অজি পেসার প্যাটিনসন (James Pattinson) অস্ট্রেলিয়া স্কোয়াডে থাকলেও ভারতের বিরুদ্ধে প্রথম দুটি টেস্টে প্রথম এগারোয় জায়গা হয়নি তাঁর। তৃতীয় টেস্টেও তাঁর খেলার সম্ভাবনা কমই ছিল। যদিও ব্রিসবেনে চতুর্থ টেস্টে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। অস্ট্রেলিয়ার হয়ে শেষ টেস্ট খেলেছেন গত বছর নিউ জিল্যান্ডের (New Zealand ) বিরুদ্ধে।
আরও পড়ুন- "চিড়িয়াখানার জন্তুর মতো থাকতে পারব না"-Cricket Australia'কে সাফ জানিয়ে দিল Team India