Home> খেলা
Advertisement

Jasprit Bumrah And Smriti Mandhana: বুমরা-মন্ধানাই সেরার সেরা! স্বীকৃতি দিল ক্রিকেটের বাইবেল', বর্ষসেরা পাঁচে কারা?


Jasprit Bumrah and Smriti Mandhana: জসপ্রীত বুমরা ও স্মৃতি মন্ধানাই সেরার সেরা। জানিয়ে দিল 'ক্রিকেটের বাইবেল' হিসেবে খ্যাত উইজডেন। 

Jasprit Bumrah And Smriti Mandhana: বুমরা-মন্ধানাই সেরার সেরা! স্বীকৃতি দিল ক্রিকেটের বাইবেল', বর্ষসেরা পাঁচে কারা?

জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রকাশিত হতে চলেছে উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যান্যাকের (Wisden Cricketers' Almanack) সর্বশেষ সংস্করণ। ভারতীয় ক্রিকেটের দুই মহারথীকেই স্বীকৃতি দিল 'ক্রিকেটের বাইবেল' হিসেবে খ্যাত উইজডেন। বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের মুকুট উঠল জসপ্রীত বুমরা এবং স্মৃতি মান্ধানার (Jasprit Bumrah and Smriti Mandhana) মাথায়। 'লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড' জিতলেন তাঁরা।

আরও পড়ুন:  'আটকে রাখো ঘরে'! ১৪ কোটির ২৪ বছরের ভারতীয়র গভীর রাতে পার্টি থেকে নারীসঙ্গ...ফাঁস

২০২৪ সালের অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন দেশের ৩১ বছর বয়সী স্টার পেসার। বিবেচিত সময়ে ক্রিকেটের সব ফরম্যাটেই দুর্দান্ত খেলেছেন তিনি। বিশেষ করে বলতে হবে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে তিনি ছিলেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। উইজডেন বুমরার প্রশংসায় তাদের  অ্যালম্যান্যাকে লিখেছে,'ভারতীয় ক্রিকেটের ঘটনাবহুল বছরে তাদের সাফল্য প্রায় পুরোপুরি না হলেও একটি বিষয়ের ওপর নির্ভরশীল ছিল-বুমরার হাতে বল ছিল কি ছিল না! ২০২৪ সালে বুমরা যেভাবে নিজেকে আলাদা করে তুলেছেন, তা খুব কম ক্রিকেটারই পেরেছেন।'

চোটের কারণে বুমরা শেষ মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েছিলেন এই বছর। তবে তিনি দুবাই আন্তর্জাতিক ত্রিকেট স্টেডিয়ামে, ভারত-পাকিস্তান মহারণে হাজির ছিলেন মাঠে। বুমরা গতবছর আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, আইসিসির বর্ষসেরা পুরুষ টেস্ট ক্রিকেটার হয়েছেন। পাশাপাশি তিনি আইসিসির বর্ষসেরা পুরুষ টেস্ট দল ও টি-টোয়েন্টি দলেও জায়গা করে নিয়েছে। পদক ও স্মারক টুপি পেয়েছেন বুমরা। সেই চার স্বীকৃতিই তিনি আইসিসি-র চেয়ারম্যান জয় শাহর হাত থেকে নিয়েছিলেন। 

স্মৃতি মান্ধানা ২০২৪ সালে পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়েছেন, যার চারটিই ছিল একদিনের আন্তর্জাতিক ম্যাচে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ছিল দেখার মতো দাপট। র‍য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রথমবার উইমেনস প্রিমিয়ার লিগ জিতেছিল তার নেতৃত্বেই। বিশ্বের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার নিকোলাস পুরান।

উইজডেনের ‘বর্ষসেরা পাঁচ ক্রিকেটার’-এর তালিকায় জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন, জেমি স্মিথ, সোফি একলস্টোন, লিয়াম ডসন ও ড্যান ওর‌্যাল। ১৮৬৪ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক। ক্রিকেট জগতে এই প্রকাশনা ‘ক্রিকেটের বাইবেল’ নামেই পরিচিত। ২০২৫ সালের সংস্করণ প্রকাশিত হতে যাচ্ছে মঙ্গলবার। ক্রিকেটের অনেক ইতিহাসের প্রামাণ্য দলিল এই অ্যালমানাকের ১৬২তম সংস্করণ এটি।

আরও পড়ুন: 'আমরা শারীরিক ভাবে...' বিস্ফোরক আইপিএল অধিনায়কের বোন, এ কী চলছে আইপিএলের আড়ালে!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More