Home> খেলা
Advertisement

সচিনের রেকর্ড ভাঙবেন Joe Root! বড় কথা বললেন Boycott

দরজায় কড়া নাড়ছে ভারত-ইংল্যান্ড সিরিজ। ভারত সফরের আগেই উপমহাদেশে ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন জো রুট।

সচিনের রেকর্ড ভাঙবেন Joe Root! বড় কথা বললেন Boycott

নিজস্ব প্রতিবেদন: ভারত সফরের আগে স্বপ্নের ফর্মে রয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট।  শ্রীলঙ্কার মাটিতে পর পর দুটো টেস্টে সেঞ্চুরি করে ভারতে আসছেন তিনি। ভারত সফরের আগেই ইংল্যান্ডের টেস্ট অধিনায়ককে নিয়ে বড়সড় কথা বলে দিলেন আর এক প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জিওফ্রে বয়কট। বলে দিলেন, সচিনের রেকর্ড ভাঙবেন রুট!

দরজায় কড়া নাড়ছে ভারত-ইংল্যান্ড সিরিজ। ভারত সফরের আগেই উপমহাদেশে ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন জো রুট। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে ২২৮ রান করার পর দ্বিতীয় টেস্টে ১৮৬ রান করেন তিনি। দুই টেস্টের চার ইনিংসে রুটেন রান ৪২৬। ব্যাটিং গড় ১০৬.৫। এরপরেই ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জিওফ্রে বয়কট বলেন আগামী দিনে সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দেবেন জো রুট।

আরও পড়ুন - লড়াই শেষ... বিরল রোগে প্রয়াত প্রাক্তন গোলরক্ষক Prasanta Dora

জিওফ্রে বয়কট বলেন, "জো রুটের মতো প্রতিভা সচিনের মতো ২০০ ম্যাচ খেলবে। রুট এখন সবে ৩০। ৯৯ টা টেস্ট খেলে ৮২৪৯ রান করেছে এখনই। যদি কোনও চোট না হয় তাহলে সচিনের ১৫,৯২১ রানের রেকর্ড টপকে যাবে।" প্রসঙ্গত সচিন ২০০ টেস্ট খেলে ৩২৯ ইনিংসে ১৫,৯২১ রান করেছেন। সেখানে ৯৯ টি টেস্ট খেলে ১৮১ ইনিংসে ৮২৪৯ রান করেছেন রুট।

আরও পড়ুন - Republic Day: সচিন থেকে কোহলি, লিয়েন্ডার থেকে সাইনা দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা খেলার দুনিয়ার

Read More