Home> খেলা
Advertisement

এবার গুচ এবং বথামকে ছুঁয়ে ফেললেন জো রুট

এই বছর অর্থাত্‍, ২০১৬ সালটা শুধু বিরাট কোহলির জন্যই নয়। দুর্দান্ত গেল জো রুটের জন্যও। ইংরেজ এই ব্যাটসম্যান নিয়মিত রান করে যাচ্ছেন। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসেও খারাপ খেললেন না রুট। করলেন মূল্যবান ৮৮ রান। একটুর জন্য হাতছাড়া করে এলেন সেঞ্চুরিটা। তাসত্ত্বেও, এই ৮৮-র দৌলতে জো রুট ছুঁয়ে ফেললেন তাঁর দেশের দুই প্রাক্তন কিংবদন্তির রেকর্ডকে।

এবার গুচ এবং বথামকে ছুঁয়ে ফেললেন জো রুট

ওয়েব ডেস্ক: এই বছর অর্থাত্‍, ২০১৬ সালটা শুধু বিরাট কোহলির জন্যই নয়। দুর্দান্ত গেল জো রুটের জন্যও। ইংরেজ এই ব্যাটসম্যান নিয়মিত রান করে যাচ্ছেন। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসেও খারাপ খেললেন না রুট। করলেন মূল্যবান ৮৮ রান। একটুর জন্য হাতছাড়া করে এলেন সেঞ্চুরিটা। তাসত্ত্বেও, এই ৮৮-র দৌলতে জো রুট ছুঁয়ে ফেললেন তাঁর দেশের দুই প্রাক্তন কিংবদন্তির রেকর্ডকে।

আরও পড়ুন বিশ্বের সর্বকালের সেরা চোর তাহলে এরাই!

এই নিয়ে একই সিরিজে ভারতে এসে রুট পাঁচটি ইনিংসে ৫০+ রান করলেন। এমন কাজ ভারতে এসে এর আগে দু'জন মাত্র ইংরেজ ক্রিকেটার করতে পেরেছিলেন। গ্রাহাম গুচ এবং ইয়ান বথাম এর আগে ভারতে এসে এমনটা করেছিলেন। গুচ এবং বথাম একটি করে সেঞ্চুরি এবং চারটে করে হাফ সেঞ্চুরি করেছিলেন।

আরও পড়ুন  সব থেকে কম সময়ে টেস্টে ১১ হাজার রান করলেন কুক

Read More