Home> খেলা
Advertisement

ক্রিস গেইলকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিল খুদে ক্রিকেটার! ভাইরাল ভিডিয়ো

এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ভাইরাল হতে বেশি সময় লাগেনি।

ক্রিস গেইলকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিল খুদে ক্রিকেটার! ভাইরাল ভিডিয়ো


নিজস্ব প্রতিবেদন: পাওয়ারফুল হিটিং মানেই সবার প্রথমে মনে পড়ে যায় ক্যারিবিয়ান ব্যাটিং তারকা ক্রিস গেইলের কথা। কারণ বড় বড় ছক্কা হাঁকিয়ে মাঠের বাইরে বল পাঠাতে গেইলের জুড়ি মেলা ভার। এহেন ক্রিস গেইলকে এবার চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে এক খুদে ক্রিকেটার-ক্রিস গেইল জুনিয়র। খুদে ক্রিকেটারের পাওয়ারফুল হিটিং দেখে চমকে যেতে পারেন স্বয়ং ইউনিভার্স বস।

ভারতের প্রাক্তন ওপেনার তথা ধারাভাষ্যকার আকাশ চোপড়া সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা মিলেছে এই জুনিয়র ক্রিস গেইলের।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

How good is this young kid!!! #talented #aakashvani #feelitreelit #feelkaro

A post shared by Aakash Chopra (@cricketaakash) on

 

ভিডিয়োটিতে দেখা যাচ্ছে একটি ছোট ছেলে বাঁ হাতে ব্যাট করছে  সিঁড়ির ওপরের ধাপে। বলের জন্য অপেক্ষা করছে সে। একের পর এক বল ছুটে আসছে আর চোখের পলকে তা দূরে পাঠিয়ে দিচ্ছে সে। এমনই জোরে শট দেখে অনেকেরই বিশ্বাস হবেনা হয়তো! যে ছোট্ট একটা মানুষ কী ভাবে এইভাবে শট মারছে!

আকাশ চোপড়া তাঁর ভিডিয়োটির ক্যাপশনে লিখেছেন, ছোট্ট শিশুটি কেমন? এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ভাইরাল হতে বেশি সময় লাগেনি। নেটিজেনরা তো রীতিমতো প্রশংসায় ভরিয়ে তুলেছেন। একজন লিখেছেন, জুনিয়র ক্রিস গেইল।

আরও পড়ুন - বর্ণবিদ্বেষের অভিযোগ! করোনা মুক্ত হয়ে মাঠে ফিরেই লাল কার্ড দেখলেন পিএসজি-র ব্রাজিলিয় তারকা নেইমার

Read More