Home> খেলা
Advertisement

আইপিএল ও খরা, এই বিবাদের জবাব সচিনের কাছে চাইলেন কাম্বলি

মহারাষ্টের খরা, বিসিসিআই এবং হাইকোর্ট। এই তিনের মাঝে পড়ে শুরু থেকেই পেন্ডুলামের মতো দুলছে আইপিএল। রোজ রোজ পালটাচ্ছে ম্যাচের ভেনু। আইপিএলের সংকটজনক অবস্থায় আচমকাই মুখ খুললেন বিনোদ কাম্বলি। শুধু মুখই খুললেন না, খরা প্রসঙ্গে জড়িয়ে ফেললেন ছোটবেলার বন্ধু সচিন তেন্ডুলকরকে।

আইপিএল ও খরা, এই বিবাদের জবাব সচিনের কাছে চাইলেন কাম্বলি

ওয়েব ডেস্ক: মহারাষ্টের খরা, বিসিসিআই এবং হাইকোর্ট। এই তিনের মাঝে পড়ে শুরু থেকেই পেন্ডুলামের মতো দুলছে আইপিএল। রোজ রোজ পালটাচ্ছে ম্যাচের ভেনু। আইপিএলের সংকটজনক অবস্থায় আচমকাই মুখ খুললেন বিনোদ কাম্বলি। শুধু মুখই খুললেন না, খরা প্রসঙ্গে জড়িয়ে ফেললেন ছোটবেলার বন্ধু সচিন তেন্ডুলকরকে।

যা জনগণের আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় তা নিয়ে মত প্রকাশ করতে খুব একটা দেখা যায় না মাস্টার ব্লাস্টারকে। তাঁর সেই 'রেপুটেশন'-কে কিছুটা আঘাত করেই মহাররাষ্ট্রের খরা এবং আইপিএল বিষয়ে সচিনকে মত প্রকাশে আর্জি জানালেন বিনোদ কাম্বলি। মহারাষ্ট্রের খরা বিষয়ে টুইটারে কাম্বলি বলেন, 'এ বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য সবথেকে উপযুক্ত ব্যক্তি তেন্ডুলকর ছাড়া আর কেউ হতে পারে না।'

 

Read More