ভারত- ২৯১/৯
ওয়েব ডেস্ক: ভারতের ৫০০ তম ঐতিহাসিক টেস্টের প্রথম দিনে শুরুটা ভাল করেও বড় রান করা হল না ভারতের। ১ উইকেটে ১৫৪ থেকে ২৯১ রানে ৯ উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করল ভারত। তার মধ্যে আবার ব্যাট হাতে শেষবেলায় অশ্বিন দামি ৪০ রানের ইনিংসটা না খেললে দিনটা একেবারে মাটি হয়ে যেত ভারতের। তবে পিচ যেরকম আচরণ করছে তাতে ২৯১ রানটা একেবারে খারাপ নয়। আর যখন চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে কিউইদের। লোকেশ রাহুল (৩২) শুরুটা ভাল করেও আউট হয়ে যান। তারপর দলকে দারুণ জায়গায় নিয়ে যান বিজয় (৬২), পূজারা (৬২)।
বিজয়-পূজারার দ্বিতীয় উইকেট পার্টনারশিপে ওঠে ১১২ রান। কিন্তু পূজারা ফিরে যাওয়ার পরেই শুরু বিপর্যয়। কোহলি (৯)-র আউটের পরেও বোঝা যায়নি তাসের ঘরের মত ভেঙে পড়বে ইনিংস। রাহানে (৯) ব্যর্থ।
রোহিত শর্মা শুরুটা ভাল করেছিলেন। কিন্তু টেস্টে বরাবর যেটা করে আসেন সেটাই করলেন রোহিত। উইকেটটা ছুঁড়ে এলেন। বিপর্যয়ের ফাটলটা আরও গভীর করলেন ঋদ্ধিমান সাহা (০)। বোল্ট নিলেন ৩ উইকেট। তিন স্পিনার নিয়ে খেলতে নামা কিউইরা সফল। তিনটে উইকেট নিলেন স্যান্টনার।