Home> খেলা
Advertisement

Kapil Dev | Champions Trophy 2025 Final: এই নক্ষত্র নাকি ধোনিরও আগে, সে 'গ্রেটের মধ্যে গ্রেটেস্ট'! ফাইনালে কপিলের বাজি কে?

Kapil Dev greatest among greats remark: কপিল জানিয়ে দিলেন যে, তাঁর বিচারে কে 'গ্রেটের মধ্যে গ্রেটেস্ট'! যে বিবৃতি ঝড় তুলে দিল ফাইনালের আগে। 

Kapil Dev | Champions Trophy 2025 Final: এই নক্ষত্র নাকি ধোনিরও আগে, সে 'গ্রেটের মধ্যে গ্রেটেস্ট'! ফাইনালে কপিলের বাজি কে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে রোহিত শর্মার ভারত মুখোমুখি হয়েছিল স্টিভ স্মিথের অস্ট্রেলিয়ার। টস জিতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ১০ উইকেট হারিয়ে ২৬৪ রান তুলেছিল। ভারত রান তাড়া করে ১১ বল হাতে রেখে ৪ উইকেটে জিতে ফাইনালে চলে যায়। ডু-অর-ডাই ম্যাচে বিরাট কোহলি (Virat Kohli) ফের একবার বুঝিয়ে দিয়েছিলেন যে, কেন তাঁকে 'চেজ মাস্টার বলা হয়', ৯৮ বলে ৮৪ রানের ইনিংস খেলে ভারতের জয়ের মঞ্চ গড়ে দিয়েছিলেন সেই বিরাটই। ফাইনালের আগে কোহলির ভূয়সী প্রশংসা করলেন কিংবদন্তি কপিল দেব (Kapil Dev)। সাফ বলে দিলেন যে, কোহলি সবার উপরেই বিরাজমান।

আরও পড়ুন: ফাইনালের আগেই বিরাট ধাক্কা! কেঁপে গেল নিউ জ়িল্যান্ড, এখনই অ্যাডভান্টেজে ভারত?

কপিলের মতে বিরাট কোহলি 'গ্রেটের মধ্যে গ্রেটেস্ট', কিংয়ের প্রশংসায় ভারতের প্রথম ভুবনজয়ী অধিনায়ক, এক সর্বভারতীয় মিডিয়াকে দেওয়া সাক্ষাত্‍কারে বলেন, 'আমার মনে হয় কোহলির মধ্যে বড় চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা রয়েছে। আর সেখান থেকেই সে শক্তি পায়। কোহলি এরকম ভাবেই খেলতে পছন্দ করে। খুব কম ক্রিকেটারের এমন মেজাজ থাকে। দিনের শেষে, কোহলির প্রতিভা এবং ম্যাচ জেতার দক্ষতা কথা বলে। আমরা জানি ধোনি এমনটা করতেন, কিন্তু কোহলি অন্য যে কারোর থেকে এক ধাপ এগিয়েই।' 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

আরও পড়ুন: ২২ মার্চ ইডেনে কেকেআর, ন্যূনতম কত টাকায় স্টেডিয়ামে এন্ট্রি? শুরু হল টিকিট বিক্রি...

২০০৯ সালের পর নিউ জ়িল্যান্ড আবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। গত বুধবার, লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে, কিউয়িরা রোহিতদের বিরুদ্ধে ফাইনাল খেলবে। ৯ মার্চ দুবাইয়ে মহারণ। গত ২ মার্চ  গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত-নিউ জ়িল্যান্ড। সেখানে শেষ হাসি হেসেছিলেন রোহিতরাই। ফাইনালেও একই জিনিস চাইবে টিম ইন্ডিয়া। আবারও কোটি কোটি দেশবাসীর চোখ থাকবে কপিলের 'গ্রেটের মধ্যে গ্রেটেস্ট'-এর দিকেই। এই নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ বাইশ গজ জানে যে, কোহলি বড় মঞ্চেই জ্বলে ওঠেন। ইতিহাস সাক্ষী আছে। আবারও ইতিহাসের অপেক্ষায় ভারতীয় সমর্থকরা।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More