ওয়েব ডেস্ক: জীবনের তৃতীয় টেস্ট খেলতে নেমেই প্রথম সেঞ্চুরি পেয়ে গেলেন ভারতীয় দলের প্রতিশ্রুতিমান ক্রিকেটার করুন নায়ার। মোহালিতে অভিষেক টেস্টে মোটেই ভালো পারফর্ম করতে পারেননি করুন। প্রথম ইনিংসে মাত্র ৪ রান করে রান আউট হয়ে গিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতেই নামেননি। মুম্বইতে এক ইনিংসে ব্যাট করার সূযোগ পেয়ে করেছিলেন ১৩ রান। চেন্নাইতে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলতে নেমে সব ব্যর্থতা যেন সুদে-আসলে মিটিয়ে নিলেন করুন নায়ার।
আরও পড়ুন ১৫ বছর পর হকিতে ফের বিশ্বসেরা ভারত
শুধু সেঞ্চুরিই পেলেন না। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দেড়শো রানও টপকে গিয়েছেন করুন। ২৪৩ বল খেলে করুন নায়ার আপাতত অপরাজিত রয়েছেন ১৫১ রান করে। তাঁর ইনিংসে রয়েছে ১৬টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি। আপাতত চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ভারতের রান ৫ উইকেটে ৫১১। ক্রিজে করুন নায়ারের সঙ্গে ব্যাট করছেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিন ব্যাট করছেন ২৭ রানে। দেখা যাক, করুন তাঁর জীবনের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে পরিণত করতে পারেন কিনা। লোকেশ রাহুল এই টেস্টেই ১৯৯ রানে আউট হয়ে গিয়েছেন। করুন নায়ার কী পারবেন? উত্তর জানতে সামান্য কিছুক্ষণের অপেক্ষা।
আরও পড়ুন দ্বিতীয়বার আইএসএল চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো দ্য কলকাতা