Home> খেলা
Advertisement

এমনটা হলেই দেওয়া হোক '১২ রান'! অদ্ভুত নিয়ম চালুর দাবি জানালেন Kevin Pietersen

কেভিন পিটারসেন এক অদ্ভুত দাবি জানালেন। 

এমনটা হলেই দেওয়া হোক '১২ রান'! অদ্ভুত নিয়ম চালুর দাবি জানালেন Kevin Pietersen

নিজস্ব প্রতিনিধি: কেভিন পিটারসেন (Kevin Pietersen) এক অদ্ভুত দাবি জানালেন। ইংল্যান্ডের প্রাক্তন কিংবদন্তি ব্যাটসম্যান চাইছেন টি-২০ ক্রিকেটে আনা হোক এক নতুন নিয়ম। কী সেই নিয়ম? ব্যাটসম্যানের ছক্কা যদি ১০০ মিটার পার করে যায়, তাহলে সেটা আর ৬ নয়, ১২ হিসাবে ধরা হোক। এত বড় ছয় মারার জন্য অতিরিক্ত ৬ রান তিনি পুরস্কার হিসেবে দিতে বলেছেন।

আরও পড়ুন: COVID-19 সঙ্কটে দেশে অক্সিজেনের হাহাকার! শান্তির বার্তা দিল SC East Bengal

পিটারসেন এই আর্জি তিনি রেখেছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ECB) ও ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি-র (ICC) কাছেও। আর এই নিয়মের নাম তিনি দিয়েছেন 'দ্য হান্ড্রেড' (The Hundred)। পিটারসেন টুইট করে লিখলেন, "আমি টি-২০ ক্রিকেটে একটা নতুন নিয়ম যোগ করতে চাই! যদি কোনও প্লেয়ারের মারা ৬, ১০০ মিটার পার করে যায় তাহলে আমি ১২ রান পুরস্কার চাই।" এই টুইটে তিনি আইসিসি ও ইসিবি-কে ট্যাগ করেছেন।

Read More