Home> খেলা
Advertisement

এবার কোনও দল তাঁকে ৫০ লক্ষ টাকাতেও নেয়নি! তবু এবারের আইপিএলে খেলবেন গাপ্তিল!

নিউজিল্যান্ড ক্রিকেটে সবথেকে মারকুটে ব্যাটসম্যান কে ? এই প্রশ্ন করলে আপনি এতদিন ম্যাককালাম বা রস টেলরের কথা হয়তো বলতেন। কিন্তু মার্টিন গাপ্তিলও কী বলতেন না? সেই মার্টিন গাপ্তিলের এবারের আইপিএল নিলামে বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। তা সত্ত্বেও নিলাম শেষে কোনও ফ্রাঞ্চাইজি কেনেইনি এই কিউয়ি ব্যাটসম্যানকে।

 এবার কোনও দল তাঁকে ৫০ লক্ষ টাকাতেও নেয়নি! তবু এবারের আইপিএলে খেলবেন গাপ্তিল!

ওয়েব ডেস্ক: নিউজিল্যান্ড ক্রিকেটে সবথেকে মারকুটে ব্যাটসম্যান কে ? এই প্রশ্ন করলে আপনি এতদিন ম্যাককালাম বা রস টেলরের কথা হয়তো বলতেন। কিন্তু মার্টিন গাপ্তিলও কী বলতেন না? সেই মার্টিন গাপ্তিলের এবারের আইপিএল নিলামে বেস প্রাইস ছিল ৫০ লক্ষ টাকা। তা সত্ত্বেও নিলাম শেষে কোনও ফ্রাঞ্চাইজি কেনেইনি এই কিউয়ি ব্যাটসম্যানকে।

কিন্তু কপাল বলেও তো একটা কথা হয়। তাই হঠাত্‍ই এবারের আইপিএলে খেলার সুযোগ এসে গেল গাপ্তিলের সামনে। মুম্বই ইন্ডিয়ান্সের ক্যারিবিয়ান ওপেনার লেন্ডল সিমন্স চোট পেয়েছেন। সেইজন্য কেকেআরের বিরুদ্ধেও রোহিতের সঙ্গে ওপেন করেন পার্থিব প্যাটেল। মুম্বই ইন্ডিয়ান্সের কোচ রিকি পন্টিং জানিয়ে দিয়েছেন যে, সিমন্সের চোটের জন্য তাঁরা দলে নিচ্ছেন মার্টিন গাপ্তিলকে।

Read More