Home> খেলা
Advertisement

WATCH | KKR: নাইটদের লজ্জার হার, ময়নাতদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য! শাহরুখের দলের দুই তারকারই...

Sunil Narine And Anrich Nortje Bat Sizes Under Scanner: সুনীল নারিন ও অ্যানরিখ নোকিয়ার ব্যাট পাস করল না পরীক্ষায়! এই প্রথম কেকেআর এই পরীক্ষার ফেল করল! 

WATCH | KKR: নাইটদের লজ্জার হার, ময়নাতদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য! শাহরুখের দলের দুই তারকারই...

জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পঞ্জাবের মুল্লানপুরে লজ্জার হারের সাক্ষী থেকেছে কলকাতা নাইট রাইডার্স (KKR), পঞ্জাবের ১১১ রান তাড়া করে কলকাতা মাত্র ৯৫ রানে অলআউট হয়েছে। আর এই ম্যাচে তুমুল চর্চা হয়েছে নাইট তারকা সুনীল নারিন এবং অ্যানরিখ নোকিয়ার (Sunil Narine and Anrich Nortje) ব্যাট নিয়ে। 

নারিন-নোকিয়াতে তাঁদের ব্যাট পরিবর্তন করেই খেলতে হয়েছিল। চলতি আইপিএলে, এপ্রিলের প্রথম দুই সপ্তাহে দেখা গিয়েছিল যে, খেলার মাঝেই হার্দিক পাণ্ডিয়া, ফিল সল্ট ও শিমরন হেটমায়ারের ব্যাট পরীক্ষা হয়েছিল। ব্যাটের মাপ নিয়ে সন্দেহ হয়েছিল আম্পায়ারদের। তারপর পরিমাপক যন্ত্র দিয়ে ব্যাটের পরীক্ষা করেই তারকা ক্রিকেটাররা ব্যাটিংয়ের ছাড়পত্র পেয়েছিলেন। কারণ তাঁদের সকলের ব্যাটই আইপিএলের বেঁধে দেওয়া মাপেই ছিল।

আরও পড়ুন: আইপিএলে ইঞ্চি মেপেই ধরতে হবে ব্যাট! খেলার মাঝে কেন হার্দিক-হেটমায়ার-সল্টের পরীক্ষা?

নারিন-নোকিয়া পঞ্জাবে যে ব্যাট নিয়ে খেলতে নেমেছিলেন, তা ছিল আকারে বড়! রিজার্ভ আম্পায়ার সইদ খালিদ নারিন ও অঙ্গকৃষ রঘুবংশীর ব্যাট পরীক্ষা করেছিলেন সাইডলাইনে, সেই ভিডিয়ো ভাইরালও হয়ে গিয়েছে।
 

চলতি আইপিএলের আগে, আপনি কি কখনও আম্পায়ারদের খেলার মাঝখানে ব্যাটের মাপ পরীক্ষা করতে দেখেছেন? সম্ভবত না। প্রথমবারের মতো, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দেশের আইপিএলে এই নিয়ম চালু করেছে। ম্যাচ চলাকালীন মাঠের আম্পায়ারদের নিয়মিত ব্যাটের মাপ পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। 

মনের মতো পছন্দের ব্যাট নিয়ে আইপিএলে নামার দিন এবার শেষ। ব্যাটের মাপ নিয়ে বিসিসিআইয়ের নির্দেশিকাই মানতে হবে অক্ষরে অক্ষরে। সতর্কতা বাড়ানোর লক্ষ্যেই মাঠের আম্পায়ারদের, এখন খেলার সময় 'হোম-শেপড ব্যাট গেজ' ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। এক সর্বভারতীয় মিডিয়ার রিপোর্ট বলছে, প্রতিটি ব্যাটারকে গার্ড নেওয়ার আগে গেজ পরীক্ষায় উত্তীর্ণ হতেই হবে।

আইপিএলের অফিসিয়াল রুলবুক রয়েছে। নিয়মাবলীতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, ব্যাটের ব্যাটের ব্লেডের প্রস্থ হতে হবে ৪.২৫ ইঞ্চি / ১০.৮ সেমি, গভীরতা হবে: ২.৬৪ ইঞ্চি / ৬.৭ সেমি, প্রান্ত হবে: ১.৫৬ ইঞ্চি / ৪.০ সেমি। এবং এটি গেজের মধ্য দিয়ে যেন অবাধে যেতে হবে। অতীতে বড় আকারের ব্যাটে খেলে অনেক ব্যাটারই অনৈতিক সুবিধা নিয়েছে। তা এবার পুরোপুরি রুখে দিচ্ছে বিসিসিআই।

আরও পড়ুন: ৯৭.৩৬৮৮৬৬ মাইল প্রতি ঘণ্টায় মিসাইল! চলে এলেন এবার আইপিএলে কাঁপাতে... কে তিনি?

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More