Home> খেলা
Advertisement

IPL 2025 | KMC: সিএবি-র কাছে পুরসভার বকেয়া ৮ কোটি! আইপিএলের মাঝেই বিগত ১৮ বছরের চাঞ্চল্যকর তথ্য


KMC owes 8 crores to CAB: সিএবি-র কাছে ১৮ বছরে পুরসভার বকেয়া ৮ কোটি টাকা!  

IPL 2025 | KMC: সিএবি-র কাছে পুরসভার বকেয়া ৮ কোটি! আইপিএলের মাঝেই বিগত ১৮ বছরের চাঞ্চল্যকর তথ্য

রক্তিমা দাস: আইপিএল ২০২৫-এর (IPL 2025) বোধনে ইডেন গার্ডেন্সে (Eden Gardens) মুখোমুখি হয়েছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রজত পাটিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে (KKR vs RCB IPL 2025)। আর তার মাঝেই চলে এল বিরাট আপডেট।  

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

ইডেনে গার্ডেন্সে প্রতিটি ম্যাচ আয়োজনের জন্য বিনোদন করে নিয়ে থাকে কলকাতা পুরসভা। তবে সেই কর একেবারেই যৎসামান্য। নতুন অর্থবর্ষে (২০২৫-২৬) আউটডোর গেমসের ক্ষেত্রে ক্রিকেটের জন্য প্রতি সিট বাবদ ১৫ টাকা কর ধার্য করেছে পুরসভা। এদিকে সর্বোচ্চ টিকিটের দাম ৫ হাজার, সর্বনিম্ন টিকিটের দাম ৩২০০। 

সাধারণ খেলার সঙ্গে ক্রিকেটকে যাতে না মেলানো হয়, সেই প্রস্তাব উঠল পুরসভার অধিবেশনে। শনিবার, আজ পুরসভার মাসিক অধিবেশনে, ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপে দে প্রস্তাব রাখেন যে, ক্রিকেটের ক্ষেত্রে এই ১৫ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করা হোক!

এদিকে, ১৮ বছর ধরে কলকাতা পুরসভার বিনোদন কর বাকি রেখেছে সিএবি। সেই করের পরিমাণ প্রায় ৮ কোটি টাকার কাছাকাছি। ইতিমধ্যেই সিএবির কাছে সেই বকেয়া টাকার 'ডিমান্ড' চেয়ে পাঠিয়েছে পুরসভা। কেবলমাত্র বিক্রি হওয়া টিকিটের উপরেই এই টাকা।

আরও পড়ুন: 'জঘন্যতম' ফ্র্যাঞ্চাইজ়ি লখনউ, বাজারে মিলারের আবেগ! নেটপাড়ায় নিন্দার টর্নেডো...
আরও পড়ুন: বোর্ডের মাস্টারস্ট্রোক; তাজা রক্তেই ফুটবে আইপিএল, মাঠে ৭ নতুন ভারতীয় আম্পায়ার

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More