Home> খেলা
Advertisement

KKR: ইডেনে রুদ্ধশ্বাস এনকাউন্টার; রাজস্থানকে ১ রানে হারাল কলকাতা, প্লে-অফে নতুন মোড়?

Kolkata Knight Riders: 'করব...লড়ব...জিতব', এই মন্ত্রেই এগিয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। রবিবার ইডেন গার্ডেন্সে রাজস্থানকে হারিয়ে প্লে-অফের দরজা খোলা রাখল কেকেআর 

KKR: ইডেনে রুদ্ধশ্বাস এনকাউন্টার; রাজস্থানকে ১ রানে হারাল কলকাতা, প্লে-অফে নতুন মোড়?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পরপর দু'ম্যাচে হারের পর বৃষ্টিতে পণ্ড খেলায় পয়েন্ট ভাগাভাগি। গতবারের আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের (KKR) এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে হারাতেই প্লে অফের লড়াই জমিয়ে দিয়েছে কেকেআর। অজিঙ্কা রাহানেরা (Ajinkya Rahane) ভীষণ ভাবে চলে এসেছিলেন প্লে-অফের দৌড়ে। শাহরুখ খানের ( Shah Rukh Khan) টিমের গ্রুপ পর্যায়ে বাকি ছিল চার ম্যাচ। রাহানেদের সব ম্যাচ জেতাই শ্রেয়। তবে কম করে ৩ ম্যাচ জিততেই হবে। আর সেই কাজে একধাপ এগিয়ে গেল কেকেআর। রবিবার ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসকে ১ রানে হারিয়ে প্লে-অফের স্বপ্ন বেঁচে থাকল কলকাতার।

কেকেআর ইনিংস

টস জিতে কেকেআর এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। রহমানুল্লাহ গুরবাজ (২৫ বলে ৩৫), অজিঙ্কা রাহানে (২৪ বলে ৩০), অঙ্গকৃষ রঘুবংশী (৩১ বলে ৪৪) ও আন্দ্র রাসেলের (২৫ বলে অপরাজিত ৫৭) ব্যাটে ভর করে কেকেআর নির্ধারিত ওভারে ৪ উইকেটে তুলেছিল ২০৬ রান। আলাদা করে বলতেই হবে 'রাসেল মাসল'-এর কথা। রাসেলকে দেল রাখা নিয়ে প্রায় প্রতিদিনই প্রশ্ন উঠেছে। দেশে ফেরানোর দাবিও জানানো হয়েছে। তবে রাসেল এদিন কেকেআরের অটুট আস্থার দাম দিলেন। ইডেনে দেখা গেল সেই চেনা রাসেলকে। বিধ্বংসী অবতারে ধরা দিলেন তিনি। যদিও প্রথম পাঁচ বলে রান না করা রাসেল এদিনও ফ্লপ হবেন বলেই অনেক ভবিষ্য়দ্বাণী করে দিয়েছিলেন, কিন্তু সেই রাসেল ৪টি চার ও ৬টি ছয় হাঁকালেন ২২৮-এর স্ট্রাইক রেটে। ইডেনের জনতাকে আবার স্মৃতিমেদুর করে দিলেন তিনি।

আরও পড়ুন: ১৮ বছরে ৬২ নম্বর ৫০, বিরাট ব্যাটে অবিশ্বাস্য ঐতিহাসিক ৫ রেকর্ড, জঙ্গলের রাজা একজনই

fallbacks

রয়্যালস ইনিংস

কলকাতার রান তাড়া করতে নেমে ৮ ওভারের ভিতর ৭১ রান তুলতে গিয়ে ৫ উইকেট হারিয়ে ফেলেছিল রাজস্থান। রীতিমতো ধুঁকছিল তারা। মনে করা হচ্ছিল যে কেকেআর জয় সময়ের অপেক্ষা শুধু। কিন্তু না, চারে নামা অধিনায়ক রিয়ান পরাগ আলাদা পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিলেন। হাফ ডজন চার ও আট ছক্কায় তিনি ৪৫ বলে ৯৫ রান করেন। শুধু রিয়ানই নন, সাতে ও আটে নামা শিমরন হেটমায়ার (২৩ বলে ২৯) ও শুভম দুবে (১৪ বলে অপরাজিত ২৫) আপ্রাণ চেষ্টা করেছিলেন বৈতরণী পার করানোর। রাজস্থানের শেষ ওভারে জেতার টার্গেট ছিল ২২ রান। বৈভব অরোরার দায়িত্ব ছিল রান ডিফেন্ড করার। তাঁকেই রাহানে দিয়েছিলেন শেষ ওভার। শুভম দুই ছক্কা ও একটি চার হাঁকান তাঁকে। শেষ বলে ৩ রান দরকার ছিল রাজস্থানের। বৈভবের ইয়র্কারে শুভম ছুটে দু'রানই নিতে পেরেছিলেন। এক রানে হেরে যায় রাজস্থান। (বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী এদিনও রানের দেখা পেলেন না। ফিরেছেন ৪ রানে)

fallbacks

আরও পড়ুন: পাক কিংবদন্তি আফ্রিদির ঘরের লোকই জঙ্গি! জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনার হাতে নিকেশ

 
 
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More