ওয়েব ডেস্ক: ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে হারের মধুর প্রতিশোধ। কোরিয়া ওপেন সুপার সিরিজের ফাইনালে জাপানের নজোমি ওকুহারাকে হারিয়ে খেতাব জিতলেন পি ভি সিন্ধু।
চিনের হি বিঙ্গজিওয়াওকে হারিয়ে ফাইনালে পৌঁছে যান সিন্ধু। এই বিঙ্গজিওয়াওয়ের কাছে এশিয়া ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরেছিলেন হায়দরাবাদি শাটলার। সিন্ধুই প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি প্রথম কোরিয়া ওপেন সুপার সিরিজ জিতলেন।
First Indian to win an Olympic Silver.
— PBL India (@PBLIndiaLive) September 17, 2017
First Indian to win at Worlds thrice!
First Indian to win in Korea.
PV Sindhu - You are a rockstar!
রবিবার সিওলে ১ ঘণ্টা ২৩ মিনিটের লড়াইয়ে সিন্ধু ওকুহারাকে হারালেন ২২-২০, ১১-২১, ২১-১৮ পয়েন্টে। ফাইনালে ওকুহারাকে হারাতে যথেষ্ট বেগ পেতে হয় হায়দরাবাদি তারকাকে। সিন্ধুর হামলার সামনে পড়ে প্রথম সেট হারান ওকুহারা। কিন্তু পরের সেটেই ফিরে আসেন জাপানি তারকা। জিতে নেন দ্বিতীয় সেট। তবে শেষ সেটে ওকুহারাকে উড়িয়ে দেন সিন্ধু। এনিয়ে কেরিয়ারের তৃতীয় সুপার সিরিজ জিতলেন পিভি সিন্ধু।
আরও পড়ুন-জন্মদিনে প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানালেন মমতা