Home> খেলা
Advertisement

জয় দিয়ে লা লিগা অভিযান শুরু করল রিয়াল মাদ্রিদ

জয় দিয়ে লা লিগা অভিযান শুরু করল রিয়াল মাদ্রিদ

ওয়েব ডেস্ক: জয় দিয়ে লা লিগা অভিযান শুরু করল রিয়াল মাদ্রিদ। রোনাল্ডোকে ছাড়াই অ্যাওয়ে ম্যাচে বড় ব্যবধানে জিতল গতবারের চ্যাম্পিয়নরা। ডেপোর্টিভো লা করুনাকে তিন গোলে উড়িয়ে দিয়ে জিদানের দল বুঝিয়ে দিল যে তারা তৈরি। প্রথম গোলের জন্য রিয়ালকে অপেক্ষা করতে হয় মাত্র কুড়ি মিনিট। মরসুমে নিজের প্রথম গোল করে রিয়ালকে এগিয়ে দেন গ্যারেথ বেল। সেইসঙ্গে সমালোচকদেরও যোগ্য জবাব দেন ওয়েলসের এই উইঙ্গার।

আরও পড়ুন রিয়াল বেটিসকে হারিয়ে লা লিগার শুরুতেই ছন্দে ফিরল বার্সেলোনা

সাত মিনিটের মধ্যেই রিয়ালের দ্বিতীয় গোল। মাদ্রিদের হয়ে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসিমেরো। একষট্টি মিনিটে টনি ক্রুশের গোলে জয় নিশ্চিত করে গতবারের চ্যাম্পিয়নরা। শেষদিকে লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয় সার্গিও র‍্যামোসকে।

আরও পড়ুন  রান তাড়া করতে নেমে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় বিরাটের সামনে এখন শুধু দু'জন

 

Read More