Home> খেলা
Advertisement

অবাক করে দেওয়া অফ স্পিনে ম্যাচ জেতালেন মালিঙ্গা

অবাক করে দেওয়া অফ স্পিনে ম্যাচ জেতালেন মালিঙ্গা

ব্যুরো: এবার স্পিনারের ভূমিকায় লাসিথ মালিঙ্গা। ইয়র্কার স্পেশালিস্টকে একেবারে অফ স্পিনারের ভূমিকায় দেখে সকলেই তাজ্জব বনে গিয়েছিলেন। শ্রীলঙ্কায় একটি ঘরোয়া ক্রিকেটের ফাইনালে এমনই দৃশ্যের সাক্ষ্মী থাকলেন দর্শকরা। মালিঙ্গাও কিন্তু নতুন ভূমিকায় হতাশ করলেন না সমর্থকদের। তুলে নিলেন বিপক্ষের তিনটি উইকেট। এই মূহুর্তে মালিঙ্গা শ্রীলঙ্কার জাতীয় দলের বাইরে। শ্রীলঙ্কার একদিনের দলের নিয়মিত সদস্য ছিলেন এই পেসার। কিন্তু চোটের জন্য তাকে ছিটকে যেতে হয়েছে দল থেকে। তবে ঘরোয়া ক্রিকেটে নতুন ভূমিকায় নেমেও সংবাদপত্রের শিরোনামে উঠে এলেন মালিঙ্গা। তার স্পিনের ছোবলে ম্যাচে জয়ও পেল তাঁর দল।

আরও পড়ুন- 'তীক্ষ্ণ ক্রিকেটীয় মস্তিষ্কে'র জন্য ধোনি, জাদেজাকেই পছন্দ নেহরার

আরও পড়ুন- ভিভিএসের জন্মদিনে 'লক্ষ্মণ রেখা' পার সচিনের, ফাঁস করলেন 'রানের রহস্য'

Read More