Home> খেলা
Advertisement

Rajasthan Royals জিতবেই, ম্যাচের আগেই বলে দিয়েছিলেন Lasith Malinga!

কোয়ালিফায়ার টু-তে যে রাজস্থান জিতবে তা আগাম জানিয়ে দিয়েছিলেন লাসিথ মালিঙ্গা (Lasith Malinga)। শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার এই মরশুমে রয়্য়ালসদের ফাস্ট বোলিং কোচ হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন।

Rajasthan Royals জিতবেই, ম্যাচের আগেই বলে দিয়েছিলেন Lasith Malinga!

নিজস্ব প্রতিবেদন: আইপিএল কোয়ালিফায়ার টু-তে (Qualifier 2) গত শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ও এলিমিনেটর জয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Rajasthan Royals)। রাজস্থান ৭ উইকেটে আরসিবি-কে হারিয়ে রবিবাসরীয় ফাইনালের টিকিট সংরক্ষণ করে ফেলে। 

আগামিকাল অর্থাৎ রবিবার মোতেরায় শিরোপা নির্ধারণকারী ম্যাচে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) মুখোমুখি হবে রাজস্থান। কোয়ালিফায়ার টু-তে যে রাজস্থান জিতবে তা আগাম জানিয়ে দিয়েছিলেন লাসিথ মালিঙ্গা (Lasith Malinga)। শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার এই মরশুমে রয়্য়ালসদের ফাস্ট বোলিং কোচ হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। 

ম্যাচের আগের রাতে মাঠ দেখেই ম্যাচের আগাম ফলাফল জানিয়ে দিয়েছিলেন মালিঙ্গা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে রাজস্থান।মালিঙ্গা ১০ সেকেন্ডের ভিডিও-তে বলেছেন, "স্টেডিয়াম দারুণ সুন্দর দেখাচ্ছে। সেমি-ফাইনালের জন্য একেবারে আদর্শ। আগামিকাল রাতে রাজস্থান জিতবে।" আরসিবি-র ১৫৭ রান তাড়া করতে নেমে রাজস্থানের ওপেনার জস বাটলার একাই হিসাব বুঝে নেন। ৬০ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেন 'জস দ্য বস'।

আরও পড়ুন: IPL 2022 Qualifier 2, RR vs RCB: আরও একবার ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ RCB-র, Rajasthan-কে ফাইনালে নিয়ে গেলেন শতরানকারী ‘জস দ্য বস’ Buttler

আরও পড়ুনVirat Kohli: IPL-এর প্লে-অফে ‘বিরাট’ খারাপ ফর্ম, দেখুন পরিসংখ্যান

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Read More