Home> খেলা
Advertisement

WATCH: 'রোনাল্ডো গো হোম'! মাঠে উড়ল ৩ কোটি ইউরো, কিংবদন্তিকে গ্যালারির চরম কটাক্ষ...


Real Valladolid vs Barcelona: রোনাল্ডোকে আর সহ্যই করতে পারছে না তাঁর ক্লাবের সমর্থকরা! গ্যালারি থেকে টাকা ছুড়ে কিংবদন্তিকে 'গো হোম' স্লোগান!

WATCH: 'রোনাল্ডো গো হোম'! মাঠে উড়ল ৩ কোটি ইউরো, কিংবদন্তিকে গ্যালারির চরম কটাক্ষ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বার্সেলোনার (FC Barcelona) বিরুদ্ধে গত সোমবার রাতে মুখোমুখি হয়েছিল রিয়াল ভালাদোলিদ (Real Valladolid)। নুয়েভো জোরিলাতে অনুষ্ঠিত লা লিগার (La Liga) ম্যাচে বার্সা ২-১ গোলে হারায় ভালাদোলিদকে (Real Valladolid vs Barcelona)। কাতালুনিয়ান ক্লাবের হয়ে গোল করেছিলেন রাফিনা (৫৪') ও ফারমিন লোপেজ (৬০')। যদিও ইভান সানচেজের গোলে ৬ মিনিটে এগিয়েই ছিল ভালাদোলিদ। যদিও শেষ পর্যন্ত ঘরের মাঠে হেরেই যেতে হয় ভালাদোলিদকে। স্কোরলাইনকে ভুলিয়ে দিয়েছে ম্যাচের চরম নাটকীয়তা! 

আরও পড়ুন: ১৪৩৫ উইকেটের সঙ্গে ৩৭৬৩ রান, আইপিএলে ফিরেই প্রশ্নের মুখে! গোপনে ড্রাগ কাণ্ড?

খেলা বয়স তখন সবে ১৩ মিনিট। আচমকাই গ্যালারি থেকে মাঠের ঝরতে শুরু করে ইউরো নোটের বৃষ্টি। দুই দলের খেলোয়াড়রাই হতবাক হয়ে দাঁড়িয়ে ছিলেন কিছুক্ষণ। সব নোটই ছিল ৫০০ ইউরোর। এভাবে ৬০০০০ নোটবৃষ্টি হয়েছে গ্যালারি থেকে। নোট ছোড়ার সময় সমর্থকদের মুখে একটাই স্লোগান ছিল-'রোনাল্ডো গো হোম'! যদিও সব নোটই ছিল জাল। ৫০০ ইউরোর ৬০০০০ নোট মানে ৩ কোটি ইউরো! নোটে ছিল ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডো নাজারিওর। স্ট্যান্ড থেকে বেগুনি বৃষ্টির ঝাপটায় খেলোয়াড়রা বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন। নিরাপত্তা কর্মীরা মাঠ পরিষ্কার করতে হিমশিম খেয়েছিলেন। ম্যাচটি সাময়িক ভাবে বন্ধ করেও দেওয়া হয়েছিল।

fallbacks

আরও পড়ুন: পাক কিংবদন্তি আফ্রিদির ঘরের লোকই জঙ্গি! জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনার হাতে নিকেশ

ভালাদোলিদের মালিকানা ৩ কোটি ইউরোতে ২০১৮ সালে কিনেছিলেন রোনালদো। সেই পরিমাণ অর্থই তাঁকে ফেরত দিতে চেয়েছিলেন সমর্থকরা। প্রতিবাদ ছিল প্রতীকী। ভালাদোলিদের সভাপতিই রোনাল্ডো। ক্লাবের সমর্থকরা বিশ্বকাপজয়ী ফুটবলারের প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ। তীব্র প্রতিবাদের ভাষা হিসেবে তারা বেছে নিয়েছিল নকল নোট। সমর্থকদের এই কীর্তির ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে এখন। কেন রোনাল্ডোর প্রতি রাগে ফুঁসছেন সমর্থকরা? কারণ-বার্সার কাছে হারের আগেই অবশ্য লা লিগা থেকে অবনমন হয়েছে ভালাদোলিদ। লিগ শেষ হতে পাঁচ ম্যাচ বাকি থাকতেই দ্বিতীয় বিভাগে নেমে এসেছে রোনাল্ডোর ক্লাব!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Read More