Home> খেলা
Advertisement

মাসুদ আজহারকে ভারতের হাতে তুলে শান্তির কথা বলুক পাকিস্তান, ফুঁসছেন ভারতীয় শুটার

 তাঁর বক্তব্য, সাঁড়াশি চাপে বাধ্য হয়ে উইং কমান্ডারকে ছাড়ছে পাকিস্তান। পাকিস্তানের এমন সিদ্ধান্তে আবেগে ভেসে গেলে চলবে না।

 মাসুদ আজহারকে ভারতের হাতে তুলে শান্তির কথা বলুক পাকিস্তান, ফুঁসছেন ভারতীয় শুটার

নিজস্ব প্রতিনিধি- ভারতীয় বায়ু সেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান দেশে ফিরছেন আজই। দেশজুড়ে তাই উত্সব মুখর জনতা। তবে এমন আনন্দের আবহে ভেসে যেতে চাইছেন না তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বৃহস্পতিবারই সে দেশের সংসদে দাঁড়িয়ে অভিনন্দনের মুক্তির ঘোষণা করেছেন। তার পর থেকেই গোটা দেশে খুশির জোয়ার। তবে ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন এখানেই শেষ নয়। জানিয়ে রাখছেন শুটার হিনা সিন্ধু। তাঁর বক্তব্য, সাঁড়াশি চাপে বাধ্য হয়ে উইং কমান্ডারকে ছাড়ছে পাকিস্তান। পাকিস্তানের এমন সিদ্ধান্তে আবেগে ভেসে গেলে চলবে না।

আরও পড়ুন-  পাক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসায় পঞ্চমুখ কংগ্রেস মন্ত্রী সিধু

দুই দেশের সমস্যার সমাধান ততদিন হবে না যতদিন পাকিস্তান জঈশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের প্রধান মাসুদ আজহারকে ভারতের হাতে তুলে না দেয়! এমনটাই মত হিনার। এদিন টুইটে তিনি লিখলেন, ''আমাদের দেশের সংবাদমাধ্যমের একাংশ বলছে, উইং কমান্ডারকে ফেরত পাঠানোটা পাকিস্তানের শান্তির বার্তা। আমাদের 'প্রিয়' পড়শি দেশ জঈশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহারকে ভারতের হাতে তুলে দিলে তবেই শান্তির পথে এগোনো হবে। অভিনন্দনকে স্বাগত জানান। তবে ভাববেন না, এখানেই শেষ!''

আরও পড়ুন-  "পাকিস্তান তোমাদের শত্রু নয়" ভারতকে বার্তা আক্রমের, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে বললেন ইমরানকে

হরভজন সিং, শিখর ধাওয়ান, বিনোদ কাম্বলির মতো প্রাক্তন থেকে বর্তমান একাধিক ক্রিকেটার অভিনন্দনের প্রত্যাবর্তনের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে হিনা সিন্ধুর মতো কোনও কোনও অ্যাথলিট অভিনন্দনের মুক্তির পরও দুই দেশের কুটনৈতিক সম্পর্কে উন্নতি হওয়ার সম্ভাবনা দেখছেন না। 

About the Author
Read More