অর্কদীপ্ত মুখোপাধ্যায়: ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি (Lionel Messi) কলকাতায় (Kolkata) আসছেন তাই ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন। তবে কলকাতা থেকে মুম্বাইয়েও (Mumbai) যাবেন। ওখানে ওয়াংখেরে স্টেডিয়ামে (Wangkhede Stadium) মেসি ফুটবল খেলবেন মহেন্দ্র সিংহ ধোনির (M S Dhoni) বিরুদ্ধে। বিশ্বজয়ী ভারত অধিনায়ক বনাম বিশ্বজয়ী আর্জেন্টিনা অধিনায়ক (Argentina)। তবে চমকের এখানেই শেষ নয়। এই ম্যাচে উপস্থিত থাকবেন স্বয়ং শাহরুখ খান (Shahrukh Khan)। খবর এমনই।
কে কে উপস্থিত থাকবেন?
এছাড়াও থাকবেন সালমান খান টাইগার শ্রফ রানবির কাপুর সহ একাধিক বলিউড তারকা। থাকবেন রোহিত শর্মা সহ একাধিক ক্রিকেটার। দুই দলে ভাগ হয়ে তারা খেলবেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও উপস্থিত থাকার কথা। এছাড়াও মুম্বাইয়ের কচিকাঁচা ফুটবলারদের নিয়ে একটি ফুটবল ক্লিনিকেও অংশ নেবেন মেসি। এর পরের দিন অর্থাৎ ১৫ তারিখ দিল্লি উড়ে গিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রধানমন্ত্রী সঙ্গে দেখা করবেন তিনি। দিল্লির ফিরোজ শাহ কোটলা তেও থাকছে মেগা কনসার্ট।
কবে আসছেন জাদুকর?
১৩ থেকে ১৫ ডিসেম্বর ভারত সফরে আসছেন আর্জেন্টিনার মহতারকা লিওনেল মেসি (Lionel Messi)। খবর, কলকাতা, মুম্বই এবং দিল্লিতে যাবেন তিনি। কলকাতায় ইডেন গার্ডেন্সে তাঁকে সংবর্ধনা দেওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। সূত্রের খবর, একই অনুষ্ঠানে থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Modi) সঙ্গে দেখা করার সম্ভাবনা মেসির (Argentina star)।
কোথায় কোথায় খেলবেন:
যাবেন ফিরোজ শাহ কোটলা অথবা জহরলাল নেহেরু স্টেডিয়ামে। মুম্বইতে ব্রেবন স্টেডিয়ামেও একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। সেখানে তার সাক্ষাৎ হওয়ার কথা কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে। কলকাতায় ইডেন গার্ডেন্সে ছোটদের নিয়ে ওয়ার্কশপও করবেন। সেভেন আ সাইড একটি ফুটবল টুর্নামেন্ট হবে তাঁকে ঘিরে, যার নাম দেওয়া হয়েছে গোট কাপ। একটি ফুটবল ক্লিনিকের উদ্বোধন হবে সেখানে। মোটামুটি একই শিডিউল থাকবে মুম্বই এবং দিল্লিতে।
পেলে, মারাদোনা, রোনাল্দিনহো, কাফু, মার্তিনেসদের পর এবার ভারতে মেসি। মেসির অবশ্য এটা প্রথম কলকাতা সফর নয়। ২০১১ সালের ৩ সেপ্টেম্বর আর্জেন্তিনার ক্যাপ্টেন্স ব্যান্ড হাতে যুবভারতীতে নেমেছিলেন মেসি। ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচে মেসি দলনায়ক হিসেবে প্রথম ম্যাচ ছিল। ওই খেলায় মেসির দল জিতেছিল ১-০ গোলে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)