Home> খেলা
Advertisement

বড় জয়ে মরশুম শুরু কোম্যানের বার্সেলোনার, গোল পেলেন মেসি-ফাতি

ভিয়া রিয়ালের বিরুদ্ধে গোল করার সঙ্গে সঙ্গে নজির গড়লেন লিও মেসি। 

বড় জয়ে মরশুম শুরু কোম্যানের বার্সেলোনার, গোল পেলেন মেসি-ফাতি

নিজস্ব প্রতিবেদন: বড় জয়ে লা লিগার মরশুম শুরু করল রোনাল্ড কোম্যানের বার্সেলোনা। ভিয়ারিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিল বার্সা। নু ক্যাম্পে মরশুমের প্রথম লা লিগার ম্যাচে জোড়া গোল করলেন আনসু ফাতি। গোল করলেন লিওনেল মেসিও।

রবিবার ঘরের মাঠের নু ক্যাম্পে ২০২০-২১ মরশুমের লা লিগা অভিযান শুরু করল বার্সেলোনা। প্রথম ম্যাচে বার্সার প্রতিপক্ষ ছিল ভিয়ারিয়াল। বড় জয় দিয়েই ডাচ কোচ রোনাল্ড কোম্যানের বার্সা যুগের শুরু। ১৫ এবং ১৯ মিনিটে জোড়া গোল করেন আনসু ফাতি। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান লিওনেল মেসি। আর ৪৫ মিনিটে আত্মঘাতী গোলে স্কোরলাইন ৪-০।

 

ভিয়া রিয়ালের বিরুদ্ধে গোল করার সঙ্গে সঙ্গে নজির গড়লেন লিও মেসি।  ষষ্ঠ ফুটবলার হিসেবে ১৭ নম্বর লা লিগার মরশুমে গোল করলেন লিওনেল মেসি। তালিকায় যৌথভাবে মেসির সঙ্গে রয়েছেন সের্জিও রামোস।

 

আরও পড়ুন - জুভেন্তাসের পরিত্রাতা সেই ৩৫-এর রোনাল্ডোই

Read More