Home> খেলা
Advertisement

WATCH Lionel Messi's Goal: 'আংকারা মেসি...আংকারা মেসি...আংকারা মেসি', ৫ জনকে কাটিয়ে লিয়োর পাগল করা গোল...

Lionel Messi: তিনি যে মেসি! একশো বছরে এক বা দু'জন এরকম প্রতিভা দেখে ফুটবলবিশ্ব। ৩৮ বছর বয়সে মেসি যা গোল করলেন, তা নিয়ে এখন জোর চর্চা চলছে নেটপাড়ায়...

WATCH Lionel Messi's Goal: 'আংকারা মেসি...আংকারা মেসি...আংকারা মেসি', ৫ জনকে কাটিয়ে লিয়োর পাগল করা গোল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লিয়োনেল মেসির (Lionel Messi) এখন বয়স কত? আর দু'বছর পর চল্লিশে পা দেবেন তিনি। ৩৮ বছরের 10 (জার্সি নম্বর ১০) যে গোল করলেন, তা করতে বিরাট LM (পড়ুন এলেম) লাগে। বাঁ-পায়ের জাদুকর, ফুটবলবিশ্বকে ফের দেখিয়ে দিলেন, তাঁকে আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে (Cristiano Ronaldo), যেন ভুলেও বিশ্বের বাকি ফুটবলারদের সঙ্গে কখনই গুলিয়ে ফেলা না হয়। সিআর সেভেন (CR7) আর এলএম টেন (LM10) আলাদা ফুটবল গ্রহেরই বাসিন্দা। গত শনিবার রাতে মেসির ইন্টার মায়ামি (Inter Miami) মেজর লিগ সকারে (MLS) খেলতে নেমেছিল মন্ট্রিয়ালের বিরুদ্ধে (CF Montreal)। কানাডার সাপুতো স্টেডিয়ামে ইন্টার মায়ামি ৪-১ গোলে হারাল মন্ট্রিয়ালকে। ম্যাচে জোড়া গোল করে মেসি বুঝিয়ে দিলেন যে, কেন তাঁকে জাদুকর বলা হয়!

আরও পড়ুন: লাল-হলুদ জার্সিতে খেলেছেন ৪৬০১ মিনিট! মাঝমাঠের তারকার ভবিষ্যৎ লিখে ফেলল ইস্টবেঙ্গল...

ম্যাচের শুরুতে মেসির ভুলেই মাত্র ২ মিনিটে পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। মেসি মাঝমাঠের নীচে নেমে খেলছিলেন তখন। বল রিসিভ করে নিজেদের রক্ষণে ব্যাক পাস করতে গিয়েই বিপত্তি ঘটান। বল দিয়ে ফেলেন প্রতিপক্ষের প্রিন্স উসুকে। আর মন্ট্রিয়ালের জার্মান ফরোয়ার্ড গোল করে দলকে এগিয়ে দেন। তবে আর্জেন্টাইন রাজপুত্র হয়তো মনে মনে বলেছিলেন 'ম্যায় হুঁ না'... ক্লাব বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ইন্টার মায়ামি এমএলএস অভিযান শুরু করল মন্ট্রিয়ালের বিরুদ্ধে। ম্যাচের ৩৩ মিনিটে মেসির টাচ! তাঁর ছোট্ট টোকায় বল পেয়ে বক্সের বাইরে থেকে দু' ডিফেন্ডারের মাঝ দিয়ে বাঁ পায়ের মাপা শটে মায়ামিকে সমতায় ফেরান তাদেও আইয়েন্দে। 

মেসির পা থেকে প্রথম গোলটি আসে ৪০ মিনিটে। বলা যায় 'এজলেস' মেসির ম্যাজিক।  রক্ষণ থেকে উড়ে আসা বল হেড করে লুইস সুয়ারেজ পাঠান মেসিকে। ডান ফ্ল্যাঙ্কের কাছে বল নিয়ে তিনি পাঁচজন মন্ট্রিয়ালের ডিফেন্ডারকে ট্রেডমার্ক স্টাইলে কাটিয়ে বেরিয়ে যান। ভারসাম্য, নিয়ন্ত্রণ এবং গতির সংমিশ্রণে বক্সের ভেতরে ঢুকে পড়েন মন্ট্রিয়াল দলকে ফ্রিজ করে দিয়েছিলেন। সাময়িক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা সত্ত্বেও, ওই যে কথায় আছে, 'আংকারা মেসি...আংকারা মেসি...আংকারা মেসি'‌‌! মেসি ফের বল আয়ত্তে নিয়ে দুরূহ কোণ থেকে ডান পোস্টে বল জালে জড়িয়ে দেন। যে গোল মেসির কেরিয়ারে সেরা সময়ের স্মৃতি ফিরিয়ে দিয়েছে। এরপর ৬০ মিনিটে দারুণ দর্শনীয় গোল করেন তেলাস্কো সেগোভিয়া। ‍৬২ মিনিটে আবার মেসির জাদু। মাঝমাঠের একটু উপরে লুইস সুয়ারেজআলতো করে বল বাড়ান তাঁকে। মায়ামি অধিনায়ক বল ধরে ঝড় তুলে এগিয়ে যান পরপর দু'জনকে কাটিয়ে। বক্সের ভেতর ঢুকে আরও দু'জনকে কাটিয়ে কাছ থেকে জোরাল শটে বল জালে জড়িয়ে দেন। 

২০০৭ সালে গেটাফের বিরুদ্ধে চমকে দেওয়া সোলো গোল করেছিলেন মেসি। সেই গোলের কথাই ভক্তদের মনে করিয়ে দিলেন। সেই গোলের পরেই স্প্যানিশ ধারাভাষ্যকার বলেছিলেন-'আংকারা মেসি...আংকারা মেসি...আংকারা মেসি'! যা আজ ভাইরাল। আর মেসির বিস্ময় গোলের পর এবার শোনা গেল 'মাই ওয়ার্ড, হোয়াট আ গোল! ইট'স জাস্ট টিপিক্যাল লিয়োনেল মেসি।'

আরও পড়ুন: ভরপুর চমকের ডুরান্ড, মণিপুর ডার্বির সঙ্গে ২ বিদেশি টিম! ইস্ট-মোহনের প্রথম ম্যাচ কবে?

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More