৬ উইকেটে ১৬০ রান তুলে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নিল টিম ইন্ডিয়া।
উত্তেজনা তুঙ্গে। ভারতের জয়ের জন্য ১ বলে ২ রান দরকার।
ভারতের জয়ের জন্য দরকার ৩ বলে ৫ রান।
১৪৪ রানে ৫ উইকেট হারাল ভারত। জয়ের জন্য দরকার ৫ বলে ১৬ রান।
ভারতের জয়ের জন্য দরকার ৬ বলে ১৬ রান। বিরাট ৫০ বলে ৭৪ ও হার্দিক ৩৬ বলে ৪০ রানে ক্রিজে রয়েছেন।
— ICC (@ICC) October 23, 2022
ভারতের জয়ের জন্য দরকার ১২ বলে ৩১ রান। বিরাট ৫৭ ও হার্দিক ৪১ রানে ক্রিজে রয়েছেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৪তম অর্ধ শতরান পূর্ণ করলেন বিরাট কোহলি।
— BCCI (@BCCI) October 23, 2022
১৭তম ওভারে মাত্র ৬ রান দিলেন নাসিম শাহ
ভারতের জয়ের জন্য দরকার ১৮ বলে ৪৮ রান। বিরাট ৪৬ ও হার্দিক ৩৭ রানে ক্রিজে রয়েছেন।
বিরাট ৪২ ও হার্দিক ৩২ রানে ক্রিজে রয়েছেন।
১৩ ওভারের শেষে ভারতের রান ৪ উইকেটে ৮৩ রান। বিরাট ২৮ ও হার্দিক ২৯ রানে ক্রিজে রয়েছেন।
— BCCI (@BCCI) October 23, 2022
আগ্রাসী মেজাজে ব্যাট করছেন বিরাট ও হার্দিক
লক্ষ্য অনেক বড়। এবার হাত খুলে মারতে শুরু করেছেন বিরাট ও হার্দিক। ১২ ওভারের শেষে ভারতের রান ৪ উইকেটে ৭৪ রান।
— BCCI (@BCCI) October 23, 2022
বিরাট ও হার্দিক ক্রিজে থাকলেও ১০ ওভারের শেষে ভারতের রান মাত্র ৪৫ রান। চলে গেল ৪ উইকেট।
মাত্র ৩১ রানে ৪ উইকেট হারাল টিম ইন্ডিয়া। ৭ ওভারে ভারতের রান ৩৩।
— ICC (@ICC) October 23, 2022
৫.৩ ওভারে হ্যারিস রাউফের বলের লাফিয়ে ওঠা ডেলিভারিতে আউট হলেন 'স্কাই'। ২৬ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে ভারত।
— ICC (@ICC) October 23, 2022
ক্রিজে লড়ছেন বিরাট কোহলি ও সূর্য কুমার যাদব
মর্যাদার ম্যাচে ভারতের মান এখন 'কিং কোহলি'-র ব্যাটের উপর নির্ভর করছে।
— Star Sports (@StarSportsIndia) October 23, 2022
হ্যারিস রাউফের বলে খোঁচা দিতেই দ্বিতীয় স্লিপে থাকা ইফতিকার আহমেদকে ক্যাচ দিলেন রোহিত। ১০ রানে ২ উইকেট হারাল টিম ইন্ডিয়া।
— Pakistan Cricket (@TheRealPCB) October 23, 2022
১.৫ ওভারে নাসিমের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন কেএল রাহুল। ২ ওভারের শেষে ভারতের রান ৭। চলে গেল ১ উইকেট।
— Pakistan Cricket (@TheRealPCB) October 23, 2022
এক ওভারের শেষে ভারতের রান ৫ রান।
জয়ের জন্য দরকার ১১৪ বলে ১৫৫ রান।
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে চিরপ্তিদ্বন্দীর বিরুদ্ধে জিততে ভারতের টার্গেট ১৬০ রান।
— BCCI (@BCCI) October 23, 2022
— ICC (@ICC) October 23, 2022
১৫১ রানে ৮ উইকেট হারাল পাকিস্তান।
৫টি বাউন্ডারির সাহায্যে ৪০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শান মসুদ।
১৯ ওভারে পাকিস্তান ৭ উইকেটে ১৪৯ রান তুলেছে। ৩২ রানে ৩ উইকেট নিলেন পঞ্জাব তনয়।
১৮ ওভারে ৭ উইকেটে ১৩৫ রান তুলে নিল পাক দল।
চার ওভারের বোলিং কোটা শেষ করেন মহম্মদ শামি। তিনি ২৫ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন। ১৮ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৭ উইকেটে ১৩৫ রান। শান মাসুদ ৪৯ রানে ব্যাট করছেন।
আসিফ আলিকে ফেরালেন অর্শদীপ। নিলেন ৩ উইকেট। ১২০ রানে ৭ উইকেট হারিয়ে ব্যাকফুটে পাক দল।
মাত্র দুই ওভারে হাত ঘুরিয়ে পাক দলের মিডল অর্ডার ভেঙে দিলেন হার্দিক। এবার ফিরলেন মহম্মদ নওয়াজ। ১১৫ রানে ৬ উইকেট হারাল পাক দল। ৩০ রানে ৩ উইকেট নিলেন হার্দিক।
— BCCI (@BCCI) October 23, 2022
১৩.২ ওভারে শাদাবকে আউট করার পর শেষ বলে হায়দর আলীকে ফেরালেন হার্দিক। ১৪ ওভারে ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে পাক দল।
হার্দিকের নির্বিষ ডেলিভারিতে সূর্য কুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন শাদাব খান। ৯৬ রানে ৪ উইকেট হারাল পাকিস্তান
মারমুখী মেজাজে ব্যাট করা ইফতিকারকে ফিরিয়ে দিলেন মহম্মদ শামি। ৯১ রানে ৩ উইকেট হারাল পাক দল।
— Gujarat Titans (@gujarat_titans) October 23, 2022
অক্ষরকে এক ওভারে তিনটি ছক্কা মেরে অর্ধ শতরান সেরে নিলেন ইফতিকার আহমেদ
১১ ওভারে উইকেটে ৭০ রান। ইফতিকার ৩৬ ও শান মাসুদ ৩০ রানে ক্রিজে আছেন।
১০ ওভারের শেষে পাকিস্তানের রান ৬০ রানে ২ উইকেট।
— BCCI (@BCCI) October 23, 2022
৮ ওভারে পাকিস্তান ২ উইকেট হারিয়ে ৪৪ রান তুলল পাকিস্তান।
৬ ওভার ২ উইকেট হারিয়ে মাত্র ৩২ রান তুলল পাক দল।
— Punjab Kings (@PunjabKingsIPL) October 23, 2022
বাবর আজমের পর এবার মহম্মদ রিজওয়ানকেও ফেরালেন অর্শদীপ। ৪ ওভারের শেষে ১৫ রানে ২ উইকেট হারাল পাকিস্তান।
— BCCI (@BCCI) October 23, 2022
৩ ওভারের শেষে ১ উইকেটে ১০ রান তুলল পাক দল
— ICC (@ICC) October 23, 2022
মেগা মহারণে খালি হাতে ফিরলেন বাবর আজম। ১ রানে ১ উইকেট হারাল পাকিস্তান
— BCCI (@BCCI) October 23, 2022
— Star Sports (@StarSportsIndia) October 23, 2022
প্রথম ওভারে ১ রান দিলেন ভুবনেশ্বর কুমার।
বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), , শান মাসুদ, শাদব খান, হায়দার আলি, ইফতিকার আহমেদ, মহম্মদ নওয়াজ, আসিফ আলি, নাসিম শাহ, শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফ।
— Pakistan Cricket (@TheRealPCB) October 23, 2022
— BCCI (@BCCI) October 23, 2022