Home> খেলা
Advertisement

Singer KK Dies: কেকে'র প্রয়াণে শোকবিহ্বল কোহলি! আবেগি টুইট ব্যাটিং মহারথীর

এই আঘাত মেনে নিতে পারছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক ও ব্যাটিং মহারথী বিরাট কোহলি (Virat Kohli)। কেকে'র প্রয়াণে শোকবিহ্বল তিনি। টুইটারে কোহলি লিখলেন, "আচমকাই আমাদের সময়ের অসাধারণ এক গায়ককে হারালাম। তাঁর পরিবার ও কাছের মানুষের প্রতি আমার সমবেদনা রইল।"

Singer KK Dies: কেকে'র প্রয়াণে শোকবিহ্বল কোহলি! আবেগি টুইট ব্যাটিং মহারথীর

নিজস্ব প্রতিবেদন: গানকে সঙ্গে নিয়েই চলে গিয়েছেন গায়ক কৃষ্ণকুমার কুনাথ (Krishna Kumar Kunath)। এই দেশ তাঁকে চেনে কেকে (KK) নামে। এমন একজন তারকার আচমকা চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই! সাধারণ থেকে সেলেব। আজ শোকের চাদরে মুড়েছে গোটা দেশ। 

এই আঘাত মেনে নিতে পারছেন না ভারতের প্রাক্তন অধিনায়ক ও ব্যাটিং মহারথী বিরাট কোহলি (Virat Kohli)। কেকে'র প্রয়াণে শোকবিহ্বল তিনি। টুইটারে কোহলি লিখলেন, "আচমকাই আমাদের সময়ের অসাধারণ এক গায়ককে হারালাম। তাঁর পরিবার ও কাছের মানুষের প্রতি আমার সমবেদনা রইল।"

গত মঙ্গলবার কলকাতার নজরুল মঞ্চে একটি কলেজের অনুষ্ঠানে পারফর্ম করছিলেন কেকে। জানা গিয়েছে যে, অনুষ্ঠানের পর হোটেলে ফিরেই অসুস্থ বোধ করেন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে সিএমআরআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে কেকে'র। তবে আকস্মিক মৃত্যুর কারণ জানতে গায়কের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কেকে'র মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সব মহলে।

আরও পড়ুন: Singer KK Dies: কেকে-এর প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট দুনিয়া

আরও পড়ুনFrench Open 2022: 'লাল সুরকির রাজা'-র Djoker-বধ, ২২-র পথে আরও এক পা Nadal-র

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

Read More