নিজস্ব প্রতিবেদন : বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যানের তালিকায় ছিলেন না লুই সুয়ারেজ। কিন্তু বার্সার সঙ্গে আরও এক বছরের চুক্তি ছিল উরুগুয়ের এই স্ট্রাইকারের। কোম্যানের পছন্দের তালিকায় না থেকেও প্রথমে ক্লাব ছাড়তে রাজি ছিলেন না। শেষ পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি বাতিল করার পথেই হাঁটতে চলেছেন লুই সুয়ারেজ।
Catalunya Radio সূত্রে খবর, শেষপর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি বাতিল করতে রাজি হয়েছেন সুয়ারেজ। সুয়ারেজ এখন ফ্রি এজেন্ট। তিনি এখন যে কোনও ক্লাবে যোগ দিতে পারবেন। চুক্তি বাতিল করায় এদিকে ক্ষতিপূরণ হিসেবে সুয়ারেজকে ১৪ মিলিয়ন ইউরো দেওয়ার কথা কাতালান ক্লাবটির।
Juventus are now in talks with Atlético Madrid to sign Álvaro Morata! €10m loan + €45m buy option offered to Atlético.
— Fabrizio Romano (@FabrizioRomano) September 21, 2020
Atléti are now seriously considering to sell Morata because Luis Suarez is close to be the new striker. He’s ready to leave #FCB as a free agent @SkySport
এদিকে শোনা যাচ্ছে বার্সেলোনা ছাড়ার পর এবার লা লিগার আর এক ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিতে পারেন লুই সুযারেজ। কারণ জুভেন্টাসের জন্য সুয়ারেজের দরজা নাকি বন্ধ, এমন খবর মিলছে ইতালির সংবাদ মাধ্যম থেকে।
আরও পড়ুন - IPL 2020: কার্তিকের বদলে নাইটদের নেতৃত্বে ইয়ন মরগ্যান!