Home> খেলা
Advertisement

দশ বছর পর ট্রফি জয়ের হাতছানি ইন্টার মিলানের সামনে

সেভিয়াকে হারিয়ে ট্রফি খরা কাটাতে মরিয়া কোন্তের দল।

দশ বছর পর ট্রফি জয়ের হাতছানি ইন্টার মিলানের সামনে

নিজস্ব প্রতিবেদন:  শাখতার ডোনেত্স্ককে ৫-০ গোলে পর্যদুস্ত করে ইউরোপা লিগের ফাইনালে জায়গা করে নিল অ্যান্টনিও কোন্তের দল। ইউরোপা লিগের ইতিহাসে সেমিফাইনালের একটা পর্বে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়। মেগা ফাইনালে ইন্টারের সামনে লোপেতেগুইয়ের সেভিয়া।

ইন্টারের বড়় জয়ে জোড়া গোল করেন বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু আর মার্টিনেজ। চলতি মরশুমে লুকাকুর নামের পাশে ৩৩ গোল। ইউরোপা লিগে টানা ১০ ম্যাচে গোল করলেন ইন্টারের বেলজিয়ান স্ট্রাইকার। ইন্টার শিবির চাইবে তারকা স্ট্রাইকারের এই গোলস্কোরিং রেকর্ড বজায় থাকুক মেগা ফাইনালেও।


প্রথমার্ধে ১-০ এগিয়ে ছিল ইন্টার। দ্বিতীয়ার্ধে আরও চারটে গোল করে বড় জয় নিশ্চিত করে কোন্তের দল। ২০১০-১১ মরশুমে ক্লাব বিশ্বকাপের সঙ্গে কোপা ইতালিয়া জিতেছিল ইতালির দলটি। তারপর থেকে ট্রফি নেই ইন্টারে। চলতি মরসুমে মাত্র এক পয়েন্টের জন্য জুভেন্টাসের কাছে ইতালিয়ান সিরি আ খেতাব হারাতে হয় লুকাকুদের। তাই সেভিয়াকে হারিয়ে ট্রফি খরা কাটাতে মরিয়া কোন্তের দল।


আরও পড়ুন - ধোনি অবসর নিয়েছেন, আর খেলা দেখবেন না পাকিস্তানের বশির চাচাও!

Read More