নিজস্ব প্রতিবেদন: বাংলার ফুটবলে আবারও শোকের ছায়া। সুভাষ ভৌমিকের (Subhas Bhowmick) মৃত্যুর কিছু দিনের মধ্যেই চলে গেলেন আরেক ফুটবল নক্ষত্র। প্রয়াত কিংবদন্তি ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত (Surajit Sengupta)। বৃহস্পতিবার ৭১ বছর বয়সে জীবনের ময়দান ছাড়তে হল শিল্পী ফুটবলারকে। এদিন দুপুর ১টা ৫৪ মিনিটে প্রয়াত হন সুরজিৎ। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আবেগি টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
মমতা টুইটারে লিখলেন, "আজ অভিজ্ঞ ফুটবল তারকা সুরজিৎ সেনগুপ্তকে হারালাম। ফুটবল ফ্যানদের হার্টথ্রব ছিলেন তিনি। অসাধারণ জাতীয় স্তরের স্পোর্টসম্যানের পাশাপাশি ছিলেন প্রকৃত ভদ্র মানুষ। আজীবন সুরজিৎ সেনগুপ্ত আমাদের মনে থেকে যাবেন। ওঁর মৃত্যুতে গভীর সমবেদনা জানাই।"
আরও পড়ুন: Surajit Sengupta Passed Away: ৭০-এ থামল লড়াই, বন্ধু সুভাষের কাছে চলে গেলেন সুরজিৎ সেনগুপ্ত
Lost veteran star footballer Surajit Sengupta today. Heartthrob of football fans and an outstanding national sportsman as well as a perfect gentleman, he will ever be in our hearts.
(@MamataOfficial) February 17, 2022
Deepest condolences.
গত ২২ জানুয়ারি চিরঘুমে চলে গিয়েছিলেন ১৯৭৫ সালের ৫-০ গোলে জেতা ডার্বি জয়ের নায়ক সুভাষ। পুরনো সতীর্থকে নিয়ে বাংলার একটি বহুল প্রচলিত সংবাদপত্রে লিখেছিলেন বিশেষ প্রতিবেদন। তখন থেকেই তাঁর শরীরে কোভিড(Covid-19) থাবা বসিয়েছিল। সেই রোগ নিয়েই গত ২৩ জানুয়ারি ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন প্রধানে খেলা এই প্রাক্তন উইঙ্গার-স্ট্রাইকার।
করোনায় আক্রান্ত হওয়ার জন্যই একাধিক রোগে আক্রান্ত হতে শুরু করেন সুরজিৎ(Surajit Sengupta)। গত ২৯ জানুয়ারি থেকে তাঁকে ভেন্টিলেশনে রাখা শুরু হয়েছিল। প্রচণ্ড শ্বাসকষ্টের সঙ্গেই ছিল সর্দি-কাশি। কৃত্তিম ভাবে শরীরের অক্সিজেনের মাত্রা ঠিক রাখা হচ্ছিল। বাইপ্যাপ সাপোর্টে আইসিইউ-তে রাখতে হয়। অবশেষে মৃত্যু নামের ডিফেন্ডারকে ট্যাকেলকে আর গোলটা করতে পারলেন না সুরজিৎ। চলে গেলেন চিরঘুমের দেশে।