Home> খেলা
Advertisement

EPL: Manchester City-র কাছে ৫ গোল খেল Arsenal

জোড়া গোল ফেরান তোরেসের। 

EPL: Manchester City-র কাছে ৫ গোল খেল Arsenal

নিজস্ব প্রতিবেদন: চলতি মরশুমের দ্বিতীয় ম্যাচে জিতে ছন্দে ফিরেছে ম্যাঞ্চেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়র লিগের বড় ম্যাচে এবার আর্সেনালকে ৫-০ গোলে বিধ্বস্ত করল গতবারের চ্যাম্পিয়নরা। জোড়া গোল করলেন ফেরান তোরেস।

এদিন ম্যাচের শুরু থেকেই প্রধান্য ছিল ম্যাঞ্চেস্টার সিটির ফুটবলারদেরও। লাগাতার আক্রমণে তখন ছন্নছাড়া অবস্থা আর্সেনাল ডিফেন্সের। ম্যাচে প্রথম গোল ৭ মিনিটেই। ম্যান সিটি-কে এগিয়ে দেন ইকে গুন্দোগান। ১২ মিনিটে ফের গোল করেন ফেরান তোরেস। এরপর ম্যাচের গতি কিছুটা বদলায়। প্রতিপক্ষকে বাগে আনতে এবার বেপরোয়া হয়ে ওঠেন আর্সেনালের ফুটবলাররা। বেশ কয়েকটি ফাউলও হয়। লালকার্ড দেখে মাঠের বাইরে চলে যান গ্রানিত হাকা। ৪৩ মিনিটে ম্যাঞ্চেস্টার সিটির হয়ে তৃতীয় গোলটি করেন গ্যাব্রিয়াল জেসুস।

 

দ্বিতীয়ার্ধে আর্সেনাল আর খুঁজে পাওয়া যায়নি। মাঠে কার্যত দাপিয়ে বেড়াচ্ছিলেন প্রতিপক্ষ দলের ফুটবলাররা। ম্যাচে ৮০ শতাংশ বলে দখল নিজেদের কাছেই রেখেছিলেন তাঁরা। ৫৩ মিনিট ও ৮৪ মিনিটে ম্যাঞ্চেস্টার সিটির হয়ে ব্যবধান আরও বাড়ান রদ্রি ও ফেরান তোরেস। 

Read More