জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) হেড কোচ মানোলো মার্কেজ় (Manolo Marquez), বুধবার ২৮ সদস্যের স্কোয়াড বেছে নিলেন, থাইল্যান্ডের বিরুদ্ধে আসন্ন প্রীতি ম্যাচের জন্য (Manolo Marquez Announces 28-Member India Squad For Thailand Friendly)। গত ১৯ মে থেকে নিউটাউনের সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উৎকর্ষ কেন্দ্রে, ২৮ জন খেলোয়াড় প্রশিক্ষণ করছিলেন মার্কেজের তত্ত্বাবধানে। সেই সকলকে নিয়েই দল সাজালেন ৫৬ বছরের স্পেনের কোচ।
আরও পড়ুন: জোড়া কিডনিই অকেজো! মৃত্যুমুখে বাংলার প্রতিভাবান নাম, অর্থ নিয়ে দুয়ারে লক্ষ্মী...
এই দলের সবচেয়ে বড় চমক একটাই- জম্মু-কাশ্মীরের বছর কুড়ির ফরোয়ার্ড সুহেল ভাট। এই প্রথমবার সিনিয়র জাতীয় দলে ডাক পেলেন তিনি। মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে আইএসএলে দুরন্ত ফুটবল খেলেছেন। পাশাপাশি সুপার কাপেও তাঁর পারফরম্যান্স নিয়ে চর্চা হয়েছিল। জাতীয় শিবিরেও মার্কেজের নজর কাড়েন তিনি। ফলে সুহেল তাঁরই পুরস্কার পেয়ে গেলেন এবার। অতীতে জাতীয় দলে কাশ্মীরের আব্দুল মজিদ কাকরু, ইসফাক আহমেদ, দানিশ ফারুক ও মেহরাজউদ্দিন ওয়াডু খেলেছেন। মেহেরাজউদ্দিনই সবচেয়ে বেশি সফল হয়েছেন। দেখা যাক সুহেল কী করেন!
ব্লু টাইগার্স আট দিনের শিবির সেরে, বুধবার সন্ধ্যায় থাইল্যান্ড উড়ে যাবে। থাইল্যান্ডের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি হবে ৪ জুন পাথুম থানির থাম্মাসাত স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা ৬ টায় সেই খেলা। এরপর ভারত ৫ জুন থাইল্যান্ড থেকে হংকং উড়ে যাবে। ১০ জুন সন্ধ্যা ৫.৩০ টায় পূর্ব এশিয়ান দলের বিরুদ্ধে, এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের ফাইনাল রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে ভারত।
কলকাতায় মার্কেজের শিষ্যরা ছ'দিনের প্রশিক্ষণে সকালে জিম সেশন সেরেছে এবং সন্ধ্যায় মাঠে অনুশীলন সেরেছে। ব্লু টাইগার্স ২৬ এবং ২৭ মে দু'টি অনুশীলন ম্যাচ খেলে। গত সোমবার সুনীলরা, সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন বাংলার বিরুদ্ধে ২-১ ব্যবধানে জিতেছে। ব্র্যান্ডন ফার্নান্দেজ এবং আশিক কুরুনিয়ান গোল করেছিলেন। গত মঙ্গলবার, সুনীল ছেত্রী, চিংলেনসানা সিং কনশাম এবং উদান্ত সিংয়ের গোলে উত্তর ২৪ পরগনার বিরুদ্ধে ভারত ৩-০ গোলে জিতেছে।
আরও পড়ুন: 'কেকেআর দামই দেয়নি শ্রেয়সের'! পঞ্জাব প্লেঅফে উঠতেই বিস্ফোরক নক্ষত্র নাইট
থাইল্যান্ডের বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলির জন্য ব্লু টাইগারদের ২৮ সদস্যের স্কোয়াড:
গোলরক্ষক: হৃতিক তিওয়ারি, বিশাল কাইথ, গুরমিত সিং, অমরিন্দর সিং।
ডিফেন্ডার: নাওরেম রোশন সিং, রাহুল ভেকে, চিংলেনসানা সিং কনশাম, আনোয়ার আলি, বরিস সিং থাংজাম, সন্দেশ ঝিংগান, আশিস রাই, শুভাশিস বোস, মেহতাব সিং, অভিষেক সিং টেকচাম।
মিডফিল্ডার: সুরেশ সিং ওয়াংজাম, মহেশ সিং নাওরেম, আয়ুষ দেব ছেত্রী, উদন্ত সিং, লালেংমাওইয়া রালতে, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, ব্র্যান্ডন ফার্নান্দেস, নিখিল প্রভু।
ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, এডমন্ড লালরিন্ডিকা, মনবীর সিং, সুহেল আহমেদ ভাট, লালিয়ানজুয়ালা ছাংতে।
প্রধান কোচ: মানোলো মার্কেজ, সহকারি কোচ: মহেশ গাউলি, সহকারি কোচ: বেনিটো মন্টালভো
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)