নিজস্ব প্রতিনিধি: দিয়েগো আর্মান্দো মারাদোনা মানে একটা চরিত্র। কত তর্ক কত বিতর্ক। মাঠে এবং মাঠের বাইরে। এক বর্ণময় চরিত্র। হ্যান্ড অফ গড হোক কিংবা ডোপ টেস্ট। তার সাফল্যের পিছু পিছু যেন তাড়া করে বেড়িয়েছে অনেক বিতর্কও। তবুও মারাদোনা তো মারাদোনাই। সব বিতর্কই যেন ঢাকা পড়ে গিয়েছে ওই অনাবিল হাসিতে।
আরও পড়ুন- নক্ষত্রপতন! প্রয়াত ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনা
ফুটবলের রাজপুত্র বরাবরই থেকেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। উত্থানের সময়ই এসেছে আবার বিতর্ক। ফুটবল রাজপুত্র হয়তো তাই কখনও 'গুড বয়' হতে পারেননি। রয়ে গিয়েছেন এক বিতর্কিত চরিত্রও।
শুধুই কি তাই। মাদক এবং নারীসঙ্গে বরাবরই বিতর্কে জড়িয়েছেন ফুটবল ঈশ্বর। হিসাবের বাইরে গিয়ে জীবনকে অন্য চোখে দেখতেন। বরাবরই প্রাণবন্ত থাকতে চেয়েছেন। তাইতো আজীবন এক বর্ণময় চরিত্র হয়ে থেকেছেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। তাকে কেন্দ্র করে কতকিছু বিতর্কই না তৈরি হয়েছে। তবু মারাদোনা যেন এক ঈশ্বরের নাম। বিতর্কের কালিও যেন ফিকে হয়ে গেছে ফুটবলার মারাদোনার কাছে। এত কিছুর পরও ফুটবলবিশ্বে মারাদোনা থেকেছেন মারাদোনা হিসাবেই। তার ঈর্ষণীয় স্কিল, গোল, ফুটবল দক্ষতা এগুলোই যেন সবকিছুকে ছাপিয়ে যায়। ফুটবলবিশ্বের এক নক্ষত্রের পতন। তারার দেশে ভালো থেকো আর্মান্দো।