Home> খেলা
Advertisement

ওয়েলিংটনে ক্রিকেট যেন বেসবল,গুপটিল যেন ডানহাতি গেইল

মার্টিন গুপটিল-২৩৭ *। নিউজিল্যান্ড ৩৯৩/৬।

ওয়েলিংটনে ক্রিকেট যেন বেসবল,গুপটিল যেন ডানহাতি গেইল

ওয়েব ডেস্ক: মার্টিন গুপটিল-২৩৭ *। নিউজিল্যান্ড ৩৯৩/৬।

বিশ্বকাপে গেইলের নজির ভাঙলেন মার্টিন গুপটিল। জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৫ রানের ইনিংস খেলেছিলেন ক্যারিবিয়ান কিং ক্রিস গেইল। এরপর সেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধেই দ্বিশতরানের ইনিংস খেললেন কিউই ওপেনার গুপটিল। এই নজির গড়ার সঙ্গেই ২০০-র ক্লাবে নিজের নাম নথিভুক্ত করলেন গুপ্পি। সচিন-সেওয়াগ-রোহিতের পর গেইল সেই ক্লাবে প্রথম এমন ক্রিকেটার ছিলেন যিনি ভারতীয় নন। এদিন ওয়েলিংটন জন্ম দিল নতুন রেকর্ডের। দেশের মাটিতে ঘরোয়া পরিবেশ ও চ্ছোট্ট মাঠের ফায়দা লুফে ব্যাটিং ঝড়ে ক্যারিবিয়ান দাপটকে তছনচ করে দিলেন গুপটিল।

২৩৭ রানে অপরাজিত গুপ্পি। বিশ্বকাপের ইতিহাসে এটাই কোনও ক্রিকেটারের সর্বোচ্চ রান। ১৬৩ বল খেলে ২৩৭ রান করেন তিনি। তাঁর ইনিংসে রয়েছে ১১ টি ছয় ও ২৪ টি চার।

গুপ্পির ব্যাটিং দাপটে ওয়েস্ট ইন্ডিজের সামনে ৩৯৪ রানের টার্গেট রাখল নিউজিল্যান্ড। শেষ কোয়ার্টার ফাইনালের জয়ী দল সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে।

 

Read More