Home> খেলা
Advertisement

Khalid Jamil: জাভি-গার্দিওলা নয়, খালিদ জামিলেই ভরসা রাখল ভারত! ইস্টবেঙ্গল-মোহনবাগানকে ফেরানো নয়া জাতীয় কোচ কে?

Indian Football Team: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন খালিদ জামিল। শুক্রবার, সরকারিভাবে বিবৃতি দিয়ে সেই কথা জানিয়ে দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। মুম্বই এফসির কোচ থাকাকালীন সকলের নজরে আসেন খালিদ। 

Khalid Jamil: জাভি-গার্দিওলা নয়, খালিদ জামিলেই ভরসা রাখল ভারত! ইস্টবেঙ্গল-মোহনবাগানকে ফেরানো নয়া জাতীয় কোচ কে?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১ আগস্ট, ২০২৫ ভারতীয় ফুটবলের এক নতুন অধ্যায়ের সূচনা করল। দেশের প্রাক্তন মিডফিল্ডার খালিদ জামিল-কে ভারতের জাতীয় পুরুষ ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগ (ISL)-এর ক্লাব জামশেদপুর এফসি-র কোচ হিসেবে দায়িত্বে থাকা ৪৮ বছর বয়সী জামিলকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)-এর নির্বাহী কমিটি বেছে নেয়।

আরও পড়ুন, Mohun Bagan vs Mohammedan: লিস্টন আগুনে ১০ জনের মোহনবাগান মিনি ডার্বিতে হারাল মহামেডানকে!

তিনি স্প্যানিশ কোচ মানোলো মার্কেজ-এর জায়গায় এলেন। গত মাসে এআইএফএফ-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন খালিদ। খালিদ জামিল হলেন ২০১১ থেকে ২০১২ সালের মধ্যে দায়িত্ব পালন করা সাবিও মেদেইরা-র পর ভারতের জাতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত প্রথম ভারতীয়। এই নিয়োগকে অনেকেই দেশের ঘরোয়া প্রশিক্ষণ প্রতিভা বিকাশের প্রতি আস্থা এবং ভারতীয় ফুটবল কাঠামোর গভীর বোঝাপড়া জাতীয় দলে নিয়ে আসার পদক্ষেপ হিসেবে দেখছেন।

মানোলো মার্কেজ় সরে যাওয়ার পর থেকে ভারতীয় ফুটবল দলের কোচের পদ ফাঁকা ছিল। বিজ্ঞাপন দিয়ে কোচের আবেদনপত্র চাওয়ার পর কয়েক দিন আগে তিন জনের নাম চূড়ান্ত করে ফেডারেশনের টেকনিক্যাল কমিটি। আইএসএলে জামশেদপুর ও নর্থ ইস্টের কোচ হিসেবে দুর্দান্ত কাজ করেছেন। আইজলকে আই লিগ জেতান। সেই জামিলই এখন ভরসা। 

কুয়েতে জন্ম নেওয়া খালিদ জামিল ফুটবলজীবনের প্রাথমিক দিনগুলো কাটিয়েছিলেন উপসাগরীয় এই দেশেই। পরে ১৯৯০-এর দশকে তিনি ভারতে আসেন। মিডফিল্ডার হিসেবে খ্যাত জামিল ১৯৯৭ সালে মহিন্দ্রা ইউনাইটেডে যোগ দেন, পরে ১৯৯৮ সালে যান এয়ার ইন্ডিয়া ক্লাবে। একই বছরে তিনি উজবেকিস্তানের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে ভারতের জাতীয় দলে অভিষেক করেন।

পরবর্তী তিনটি মরশুম তিনি কাটান এয়ার ইন্ডিয়াতে, তারপর ফিরে যান মহিন্দ্রা ইউনাইটেডে, যেখানে ছয়টি মৌসুম খেলেন। এরপর তিনি যোগ দেন মুম্বই এফসিতে তবে চোটের কারণে দু’বছরের মধ্যেই তাঁকে খেলোয়াড় জীবনের ইতি টানতে হয়। বর্তমানে AFC Pro লাইসেন্সধারী কোচ, খালিদ জামিল হলেন সুখবিন্দর সিং-এর পর জাতীয় দলের পূর্ণকালীন কোচ হিসেবে নিযুক্ত প্রথম ভারতীয়।

প্রসঙ্গত, খেলোয়াড় হিসেবে তিনি ইস্টবেঙ্গল ও মোহনবাগান-এ যোগ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, কারণ সেই সময়ে এই দুটি ক্লাব অ্যালকোহল কোম্পানি দ্বারা স্পনসরড ছিল। পরে অবশ্য তিনি দুই ক্লাবেরই কোচের দায়িত্ব পালন করেন। জ়‌াভির করা আবেদন ফুটবল ফেডারেশন বাতিল করে দিয়েছিল আগেই। একা জ়‌াভি নন, ভারতের কোচ হতে চেয়ে নাকি আবেদন করেছিলেন পেপ গুয়ার্দিওলাও। তবে ফেডারেশনের দাবি, এই দু’জন যে সত্যিই আবেদন করেছেন তার কোনও প্রমাণ পাওয়া যায়নি। তাই দু’টিই ভুয়ো বলে বাতিল করে দিয়েছে তারা।

আরও পড়ুন, Yuzvendra Chahal: 'কাউকে কখনও ঠকাইনি! কাঁদতাম আর ভাবতাম জীবন শেষ করব, ধনশ্রী...'

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Read More